বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ BSC in Health Technology Admission Circular 2025-26

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা; ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায় বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সসমূহে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি।

(অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা)

২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা; ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায় নিম্নে বর্ণিত কোর্সসমূহে বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডে এসএমএস (SMS) এর মাধ্যমে ও অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি যোগ্যতা

সাধারণ শিক্ষার্থী (এইচএসসি পাশ)

i) যারা ২০২২, ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাশ করেছেন তারা আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবেন। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ যে কোন একটি অনুষদে আবেদন করতে পারবেন।

ii) ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মাধ্যমিক/সমমান (বিজ্ঞান বিভাগ) ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং তাদের উভয় পরীক্ষার সর্বমোট জিপিএ নূন্যতম ৭.০০ থাকতে হবে। তবে, এককভাবে মাধ্যমিক (বিজ্ঞান) ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) যে কোন পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় বাদে) নূন্যতম জিপিএ ২.৫ থাকতে হবে। ২০২২ খ্রি. সালের পূর্বে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন না।

iii) বাংলাদেশের নাগরিক যারা ‘ও’ লেভেল/সমমান এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ পূর্বক ID নম্বর নিতে হবে। উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার সময় ‘ও’ লেভেল/সমমান এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং সনদপত্রসমূহের প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি সাথে আনতে হবে। আবেদনপত্র জমা প্রদানের স্থান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪ (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবনের ২য় তলা, মহাখালী, ঢাকা)। আইডি নম্বর গ্রহণ করতে হবে। Equivalence Certificate কেবল ২০২৫-২৬ খ্রি. শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আসন বিভাজন:

● বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি, রেডিওলজী এন্ড ইমেজিং এবং বিএসসি ইন ফিজিওথেরাপী কোর্সসমূহের ক্ষেত্রে প্রযোজ্য:

মোট আসনের ৫০% ডিপ্লোমাধারী সরকারী চাকুরিজীবী, ২৫% ডিপ্লোমাধারী বেসরকারী চাকুরিজীবী, স্বায়ত্বশাসিত চাকুরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারী এবং অবশিষ্ট ২৫% এসএসসি (বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

● ডিপ্লোমা সরকারি চাকরিজীবী প্রার্থীদের আসন শূন্য থাকলে উক্ত শূন্য আসনে ডিপ্লোমা প্রার্থীগণ মেধাভিত্তিক বিবেচিত হবেন।

● বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) এর ক্ষেত্রে প্রযোজ্য:

মোট আসনের ৫০% সেনেটারী ইন্সপেক্টরশীপ ডিপ্লোমা পাশকৃত সরকারি ও বেসরকারি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এবং অবশিষ্ট ৫০% এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আসন শূণ্য থাকলে উক্ত শূণ্য আসনে মেধাভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সংরক্ষিত আসন:

● উপজাতীয় কোটায় মোট ১% আসন সংরক্ষিত থাকবে। উপজাতীয় কোটার ক্ষেত্রে ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ০১ টি, ফিজিওথেরাপী বিভাগে ০১ টি এবং রেডিওলজি এন্ড ইমেজিং ও ফুডসেফটি বিভাগে মেধাভিত্তিক ০১ টি আসনসহ সর্বমোট ০৩ টি আসন সংরক্ষিত থাকবে। উপজাতীয় কোটা দাবির ক্ষেত্রে প্রার্থীদেরকে তাদের নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে।

বিএসসি ইন হেলথ টেকনোলজি মোট ডিপার্টমেন্ট ও আসন সংখ্যা

কোর্সসমূহের নামআইএইচটি, ঢাকাআইএইচটি, রাজশাহীজনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
কোর্স ভিত্তিক আসন সংখ্যাকোর্স ভিত্তিক আসন সংখ্যাকোর্স ভিত্তিক আসন সংখ্যা
বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরী)৫৫ টি৩০ টি৩০ টি
বিএসসি ইন ফিজিওথেরাপী৫৫ টি৩০ টি 
বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং)৪০ টি  
বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি)  ৩০ টি
মোট আসন সংখ্যা১৫০ টি৬০ টি৬০ টি

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার ২০২৫-২৬ এর গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ : ২৮/০৫/২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা)
আবেদন গ্রহণের শেষ তারিখ : ১৩/০৬/২০২৫ খ্রি. (সকাল ১১:৫৯ টা)
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১৪/০৬/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ টা)
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড : ২৩/০৬/২০২৫ খ্রি. হতে ২৫/০৬/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ টা)
ভর্তি পরীক্ষার তারিখ : ২৭/০৬/২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা।

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার আবেদন করার নিয়মাবলী

সাবজেক্ট চয়েজ দিতে হবে টেলিটক প্রিপেইড সিম এ টাকা জমা দেওয়ার মাধ্যমে

সাবজেক্ট চয়েজ দিতে হবে টেলিটক প্রিপেইড সিম এ টাকা জমা দেওয়ার মাধ্যমে
আবেদন ফি – ১৫০০ টাকা
যেকোনো একটি প্রতিষ্ঠানে একটি ডিপার্টমেন্ট এ চয়েজ দেওয়া যাবে
টাকা জমা দেওয়ার পরে ছবি এবং সিগনেচার আপলোড দিতে হবে dgme.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে ।
ছবি সাইন আপলোড দেওয়ার পরেই প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে

আবেদনের জন্য বিষয় কোডসমূহ নিম্নে ছকে দেখানো হলো:

Course NameCourse Code/ Subject codeTribal  TR  
Dhaka IHT, BSC in Health technology (Laboratory)11 
Dhaka IHT, BSC in physiotherapy13 
Dhaka IHT, BSC in Health technology (Radiology & Imaging)14 
Rajshahi IHT, BSC in Health Technology (Laboratory)15 
Rajshahi IHT, BSC in physiotherapy16 
Institute of Public Health, BSC in Health technology (Laboratory)17 
Institute of Public Health, BSC in Health technology (Food Safety)18 

এসএমএস এবং অনলাইনে আবেদন করার পদ্ধতি:
SMS (General Student without diploma)
1st SMS (Prepaid Teletalk Mobile)
IHT HSC Board Name HSC Roll HSC Year SSC Board SSC Roll SSC YearSubject CodeQuota (If any quota) and send to 16222
(“বোর্ড: ঢাকা DHA, MAD, DIN, SYL, RAJ, JES, BAR, COM, CHI, TEC, …)
Example:
IHT DHA 2345687 2024 DHA 7865432 2022 15 and send to 16222 (For candidate without tribal quota)
And,
IHT DHA 2345687 2024 DHA 7865432 2022 15 TR and send to 16222 (For candidate with tribal quota)
Reply: Name, PIN, Institute, Sub, TK 1500 will be charged as application fee. To pay fee type:
IHTYesPIN Contact Mobile Number (Any mobile operator).
2nd SMS
IHTYes PIN Contact Number and send to 16222
Example: IHT Yes 12345678 01xxxxxxxxx and send to 16222
Reply: Congrats! Name, fee received successfully for IHT_BSC, Institute, Subject, User Name (PDFGJEIT), Password (70180345).
SMS Format (Diploma working in Government organization)
1st SMS (Prepaid Teletalk Mobile)
IHTDIPGDip-reginoDip Passing yearSubject Code Diploma code No Quota (If any quota) Name and send to 16222
Example:
IHT DIPG 87654 2021 15 24101 Jahid Hossain and send to 16222 (For candidate without tribal quota)
And,
IHT DIPG 87654 2021 15 24101 TR Jahid Hossain and send to 16222 (For candidate with tribal quota)
Reply: Name, PIN, Institute, Sub, TK 1500 will be charged as application fee.
To pay fee type: IHTYesPIN Contact Mobile Number (Any mobile operator).
2nd SMS
IHTYes PIN Contact Number and send to 16222
Reply: Congrats! Name fee received successfully for IHT_BSC, Institute, Subject, User Name (PDFGJEIT), password (70180345)
SMS Format (Diploma working in Non-Government organization)
1st SMS (Prepaid Teletalk Mobile)
IHTDIPNDip-reginoDip Passing yearSubject Code Diploma code No Quota (If any quota) Name and send to 16222
Example:
IHT DIPN 87654 2021 15 24101 Jahid Hossain and send to 16222 (For candidate without tribal quota)
And,
IHT DIPN 87654 2021 15 24101 TR Jahid Hossain and send to 16222 (For candidate with tribal quota)
Reply: Name, PIN, Institute, Sub, TK 1250 will be charged as application fee. To pay fee type: IHTYesPIN Contact Mobile Number (Any mobile operator)
2nd SMS
IHTYes PIN Contact Number and send to 16222
Reply: Congrats! Name fee received successfully for IHT_BSC, Institute, Subject, User Name (PDFGJEIT), password (70180345)
প্রবেশপত্র ডাউনলোড:
i) প্রার্থী এসএসএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমাদানের পর প্রবেশপত্র ডাউনলোড এর জন্য নির্ধারিত সময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডে এর ওয়েব পোর্টাল (http://dgme.teletalk.com.bd) এ ব্রাউজ করবেন।
ii) IHT এডমিশন অপশনে ক্লিক করলে প্রার্থীর স্ব স্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে প্রার্থীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলোড এর অপশন পাওয়া যাবে। নির্ভুল সাবমিট করলে প্রার্থীর ছবি, স্বাক্ষর ও কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীকে যথাসময়ে টেলিটক থেকে এসএমএস প্রদান করা হবে।

সাধারণ আসনের প্রার্থীকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) এর সিলেবাস অনুযায়ী ১০০ (একশত) নম্বরের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ডিপ্লোমাধারীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার পাশ নম্বর ৪০। লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে। মেধাভিত্তিক প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না। ভর্তি পরীক্ষার ফলের সাথে একাডেমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

প্রার্থী নির্বাচন:        

(ক) সাধারণ আসনের প্রার্থীদের ক্ষেত্রে                

এসএসসি তে প্রাপ্ত জিপিএ-এর ১০ গুণ (৫০%) এইচএসসি তে প্রাপ্ত জিপিএ-এর ১০ গুণ (৫০%)

লিখিত পরীক্ষা-১০০ নম্বর।

(খ) ডিপ্লোমা পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে                 :

এসএসসি তে প্রাপ্ত নম্বর থেকে ৫০/ জিপিএ-এর ১০ গুণ (৫০%) ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বর থেকে ৫০/ জিপিএ-এর ১০ গুণ (৫০%)

 লিখিত পরীক্ষা-১০০ নম্বর।

লিখিত পরীক্ষার নম্বর বিন্যাস:

i) সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষার মান বন্টন:

ক্রমিক নংবিষয়নম্বর বিন্যাস
০১ইংরেজি১৫
০২পদার্থ২০
০৩রসায়ন২৫
০৪জীববিজ্ঞান৩০
০৫সাধারণজ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ)১০
মোট১০০

ii) এসআইটিসহ সকল ডিপ্লোমাধারীদের জন্য MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার মান বন্টন:

ক্রমিক নংবিষয়নম্বর বিন্যাস
০১এনাটমী২০
০২ফিজিওলজি২০
০৩কমিউনিটি মেডিসিন১০
০৪মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোজি২০
০৫ইংরেজি২০
০৬সাধারণজ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ)১০
মোট১০০

১৮. মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অনুষদ ভিত্তিক তালিকা প্রস্তুত করা হবে এবং প্রার্থীদের অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে।

১৯, নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় নিম্নলিখিত কাগজ-পত্রাদি জমা দিতে হবে।

i. এসএসসি (বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষার পাশের মূল সনদপত্র।

ii. এসএসসি (বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষার পাশের মূল নম্বরপত্র।

iii. ডিপ্লোমা পাশ প্রার্থীদের পক্ষে সংশিষ্ট বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা পাশের সনদ/প্রশংসা পত্র, সরকার কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিকেল টেকনোলজি কোর্স পাশের সনদ/প্রশংসাপত্র।

iv. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্র, যোগদানপত্র এবং চাকুরীকালের বিবরণ সম্বলিত প্রত্যায়ন পত্র।

v. উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের স্বাক্ষরিত সনদপত্র।

vi. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।

vii. নাগরিক সনদপত্র/জন্মনিবন্ধনের কপি।

২০. প্রার্থী যে ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করবে, সেই ইনস্টিটিউটে তাকে ভর্তি হতে হবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা হতে তা পূরণ করা হবে। ভর্তির সময় শিক্ষার্থীর মূল সনদপত্র এবং মার্কশীট অধ্যক্ষের দপ্তরে জমা দিতে হবে। মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তার নির্বাচন বাতিল বলে গন্য হবে। কোনোক্রমেই আন্ত:অনুষদ মাইগ্রেশনের অনুমতি দেওয়া হবে না।

২১. অনুমোদিত কোর্স কারিকুলাম অনুযায়ী কোর্সসমূহ পরিচালিত হবে।

২২. ভর্তিকৃত শিক্ষার্থী আবাসিক সুবিধা প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নন।

২৩. ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আইএইচটি ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা অফিস থেকে অফিস চলাকালীন সময়ে সকাল ৮:০০ ঘটিকা থেকে ২:৩০ ঘটিকা পর্যন্ত জানা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd, টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

২৪. আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

২৫. প্রার্থীর দেয়া কোনো তথ্য (যা ইনস্টিটিউট নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রামাণিত হলে, তার আবেদন/ইনস্টিটিউট নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

২৬. যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে ?

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি ,ঢাকা আইএইচটি ,মহখালী তে হবে ।

BSC in Health Technology Admission Circular 2025-26 Download PDF

BSC in Health Technology Admission Circular 2025-26

BSC in IHT Admission Test 2025-26

BSC in Healht Technology Admission Test Result 2025-26

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি গাইড ২০২৫-২৬

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *