IHT MATS Admission Circular 2025 Exam Date Published

IHT MATS Online Application 2025-26 আইএইচটি ম্যাটস অনলাইন আবেদন প্রক্রিয়া ২০২৫-২৬

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীসমূহে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজী কোর্সের বিভিন্ন অনুষদে এবং মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলসমূহে ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

Download IHT MATS Admission Circular 2025

আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষা ও আবেদন এর গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন শুরুর তারিখ : ১৪/০৮/২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা)
অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৭/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৮/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড : ১৪/০৯/২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা) হতে ১৬/০৯/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.) পর্যন্ত।

আইএইচটি ম্যাটস ভর্তি যোগ্যতা ২০২৫

ভর্তির যোগ্যতাঃ প্রার্থীকে ২০২১খ্রি. থেকে ২০২৫ খ্রি. পর্যন্ত সময়সীমার মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে এবং ন্যূণতম জিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতন -২.০০ থাকতে হবে ।জীববিজ্ঞান বাধ্যতামূলক ।

যে সকল প্রার্থী O-Level বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের ২০০০/- টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে (নম্বর সমতাকরণ সনদ) ও আইডি কোড (ID Code) সংগ্রহ করতে হবে যা ছাড়া অনলাইনে ফরম পূরন করা যাবে না। এছাড়া বিভাগীয় (Departmental) প্রার্থীরা পূর্বেই পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর কাছ থেকে আইডি কোড (ID Code) সংগ্রহ করবেন

ম্যাটস আইএইচটি ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৫

১.ইংরেজি – ১৫
২.গনিত – ১৫
৩.পদার্থ বিজ্ঞান – ১৫
৪.রসায়ন – ১৫
৫.জীববিজ্ঞান – ১৫
৬.বাংলা -১৫
৭.সাধারণ জ্ঞান – ১০
মোট – ১০০

পাশ মার্ক

MCQ পরীক্ষায় ৪০ পেলে পাশ । পরীক্ষায় পাশ না করলে বেসরকারী প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবেনা।

আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার প্রার্থী মূল্যায়ন

SSC (সমমান) এর GPA এবং প্রার্থীর MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হবে।
SSC/ সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২ গুনিতক = ১০ নম্বর
MCQ পদ্ধতিতে পরীক্ষা = ১০০ নম্বর; মোট নম্বর = ১১০ নম্বর।

আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার আবেদন ফি

ভর্তির আবেদন ফি ৭০০/- টাকা (প্রি-পেইড টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করতে চাইলে কল করুন -01737130753 (Whatsapp)

আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষা ২০২৫ অনলাইন আবেদন প্রক্রিয়া

আবেদন ফি – ৭০০ টাকা । টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনকারীগণ টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েব পোর্টাল এ লগইন করবেন। লগইন করার পর অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি (Advertisement) Application Form পাওয়া যাবে

অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত তথ্য Advertisement অংশে পওয়া যাবে আবেদনকারীকে ভালোভাবে পড়ে, বুঝো নির্দেশনা অনুযায়ী শর্তকর্তার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে।

Application Form অংশে ক্লিক করলে Diploma course in institute of Health Technology/Diploma Course in Medical Assistant Training School এর প্রোগ্রামটি সিলেক্ট করতে হবে এবং Next অপশনটি ক্লিক করতে হবে।

ক্লিক করার পর কারিকুলাম পেজটি ওপেন হবে এই পেইজে National কারিকুলাম (SSC/Equivalent) অথবা GCE (O Leve Equivalent) এর যে কোন একটি অপশন সিলেক্ট করতে হবে।

National কারিকুলাম সিলেক্ট করার পর প্রার্থীর Examination Board সিলেক্ট করতে হবে। Roll Number/Registration Number সিখতে হবে এবং সিলেক্ট করে অপশন ক্লিক করতে হবে ক্লিক করার পর স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর Applicant’s Name, Father’s Name. Mother’s Name. Date of Birth, Nationality, Gender তথ্যসমূহ উল্লেখ করা থাকবে। প্রার্থীকে বাংলায় আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেইল লিখতে হবে এবং Religion. National Id. Birth Registration. Passport Id, Marital Status. Quota সিলেক্ট করতে হবে

কোটার ক্ষেত্রে Child of freedom fighter. Grandchild of freedom fighter, Tribal. Not Application অপশন পাওয়া যাবে। সে কোন একটি অপশন ক্লিক করতে হবে।
মুক্তিযোদ্ধা কোটার (সন্তান, সন্তানদের সন্তান) দাবিদার হলে এখানে Eligible for freedom Fighter Quota ক্লিক করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৮,০০,০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫, তারিখঃ ১৮/১০/২০২০ খ্রি. মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী স্বীকৃত তলিন্কা/গ্রেজেটের নম্বর অফলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। এরপর আবেদনকারীকে Present Address Permanent Address পূরণ করতে হবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে স্থায়ী ঠিকানা পূরণের ক্ষেত্রে Same as Present address অপশন ক্লিক করতে হবে।

সকল অনুষদে চাকুরীরত বিভাগীয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে বিভাগীয় প্রার্থীদেরও অন্যান্য সাধারণ প্রার্থীর ন্যায় একই শিক্ষা যোগ্যতা থাকতে হবে এবং একই সংগে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়স ০১/০৭/২০২৪ খ্রি. তারিখে ৪০ (চল্লিশ) বৎসরের বেশী হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। সকল অনুষদে চাকুরীরত বিভাগীয় প্রার্থী (Departinental) বলে তাঁদেরকেই বুঝানো হবে যারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগে এবং সুর্নিদিষ্ট পদে কমপক্ষে ০৩ (তিন) বৎসর এবং স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে ০৫। পঁচ) বৎসর চাকুরী করেছেন।

স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান বলতে যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, বারডেম হাসপাতাল, শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ন্যাশাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, মাতুয়াইল ঢাকা এবং রেলওয়ে হাসপাতাল এ স্ব স্ব বিষয়ে চাকরীরত আছেন (যেমন-ডেন্টাল এটেনডেন্ট। ডেন্টাল কোর্স, ল্যাবরেটরী এটেনডেন্ট- ল্যাবরেটরী কোর্স ডার্করুম এ্যাসিসটেন্ট রেডিওগ্রাফী কোর্স, কমপাউডার- ফার্মেসী কোর্স ইত্যাদি) তারাই আবেদন করতে পারবেন।

ডিপার্টমেন্টাল প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন অগ্রবর্তী করে এসএসসি/সমমানের পরীক্ষা পাশের সত্যায়িত সনদপত্র, এসএসসি/সমমানের পরীক্ষা সত্যায়িত নম্বর পত্র, স্থায়ী ঠিকানা উল্লেখ পূর্বক নাগরিকত্বের সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন সত্যায়িত ছবি সহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের ২য় তলা। টেডকেল এডুকেশন শাখায় জমা দিয়ে আই ডি (ID) সতারিখের মধ্যে সংগ্রহ পূর্বক অনলাইনে আবেদন করতে পারবেন। আই ডি (ID) Departinental প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

ছবি সাইন আপলোড দেয়ার নিয়ম

(ক) 300 ⨉ 300 Pixel মাপের নিজের একটি রঙ্গিন ছবি (Jpg) আপলোড দিতে হবে। ফাইলের সাইজ 100 KB এর বেশী হবে না। (স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা)
(খ) 300 ⨉ 80 Pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (lpg) আপলোড দিতে হবে। (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করতে হবে।। ফাইলের সাইজ 60 KB এর বেশী হবে না। ছবি ও স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরী করা ও মিলিয়ে দেখার জন্য Home page link থাকবে।

টেলিটক সিম এ টাকা জমা দেওয়ার পদ্ধতি

(ক) টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে IHTM লিখে, স্পেস দিয়ে User Id লিখে 16222 নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে

উদাহরণ: IHTM FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User Id ফিরতি এসএমএস এ একটি পাসওয়ার্ড, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসাবে ৭০০ (সাতশত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেওয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তার প্রবেশপত্র ডাউনলোড করার রঙিন প্রিন্ট করে নিবেন । ডাউনলোড করা প্রবেশপত্র পরীক্ষার হলে অবশ্যই নিয়ে আসতে হবে।

আইএইচটি ম্যাটস ইন্সটিটিউট চয়েজ দেওয়ার নিয়ম

বাংলাদেশের যতগুলো আইএইচটি ম্যাটস রয়েছে সবগুলো চয়েজ দিতে হবে এবং আইএইচটি এর সব ডিপার্টমেন্ট চয়েজ দিতে হবে । নিম্নে বাংলাদেশে কতগুলো আইএইচটি প্রতিষ্ঠা রয়েছে এবং আইএইচটি ইন্সটিটিউট গুলোতে কতগুলো ডিপার্টমেন্ট এবং তার আসন সংখ্যা তুলে ধরা হলো । ম্যাটস প্রতিষ্ঠানের তালিকা এবং আসন সংখ্যা নিম্নরুপ

আইএইচটি ইন্সটিটিউট এ মোট ডিপার্টমেন্ট লিস্ট

1.Laboratory Medicine
2.Physiotherapy
3.Pharmacy
4.Dental
5.Radiography
6.Radiotherapy
7.OTA
8.ICA

বাংলাদেশে কতগুলো সরকারী আইএইচটি রয়েছে ?

বাংলাদেশে ২৩ টি আইএইচটি তে আসন সংখ্যা ৩৬১৯ টি

IHTLabor atoryRadiog raphyPhysio therapyDentis tryPharm acyRadio therapyOTAICAFF QoutaTribalTotal
Dhaka4848484747202525172327
Rajshahi48484848472000142277
Bogura60534853552000162307
Chattogram48484848492000142277
Barishal48484848492000142277
Rangpur48484848492000142277
Jhenaidah48484848492000142277
Sylhet4848484949000132257
Sirajganj480004800061103
Satkhira484800000061103
Jamalpur48804849000112206
Tungipara, Gopalganj480004800061103
Gazipur480004800061103
Kashiani, Gopalganj480004800061103
Joipurhat480004800061103
Madaripur4848004900082155
Manikganj24240000003152
Munshiganj24240000003152
Noakhali24240000003152
Naogaon24240000003152
Kurigram24240000003152
Mymensingh24240000003152
Shibchor, Madaripur242400000 3152
Total 3619

ম্যাটসমেধা ভিত্তিকবিভাগীয় আসনপার্বত্য উপজাতি মুক্তিযোদ্ধামোট আসন
Bagerhat MATS687518152
Khustia MATS465015102
Noakhali MATS465015102
Sirajganj MATS465015102
Tangail MATS465015102
Cumilla MATS23251352
Faridpur MATS23251352
Jhenaidah MATS23251352
Tungipara MATS23251352
Naogaon MATS23251352
Manikganj MATS14151232
Gazipur MATS14151232
Gazipur MATS14151232
Rajbari MATS14151232
Madaripur MATS14151232
Kazipur, Sirajganj MATS14151232
Total Seat1032 

আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার কেন্দ্র

IHTCodeMATSCode
Dhaka IHT81Bagerhat91
Rajshahi IHT82Kushtia92
Bogura IHT83Noakhali93
Chattogram IHT84Sirajganj94
Barishal IHT85Tangail95
Rangpur IHT86Cumilla96
Jhenaidah IHT87Faridpur97
Sylhet IHT88  

PDF Download IHT MATS Admission Circular 2025

IHT MATS Online Application LInk 2025

সাস আইএইচটি ম্যাটস ভর্তি গাইড ২০২৫ অর্ডার করতে Whatsapp করুন 01737130753 অথবা ছবিতে ক্লিক করুন

IHT MATS Admission Circular 2025
IHT MATS Admission Circular 2025
IHT MATS Admission Circular 2025

IHT MATS Admission Result 2025

IHT MATS 1st Waiting List Result 2025

IHT MATS Admission Circular 2025

IHT MATS 2nd Waiting List Result 2025

IHT MATS 3rd Waiting List Result 2025

IHT MATS Online Application 2025

IHT MATS Admit Card Download 2025

50 Comments

  1. আসসালামু আলাইকুম
    ভাইয়া আমাদের কি সরকারি IHT এর সারকুলার ছারছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *