Armed Forces Medical Institute Admission Circular 2025-26

তারিখঃ ২০ জুলাই ২০২৫

১। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, এএফএমআই, ঢাকা সেনানিবাস ও সেনাকল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুসৃত শিক্ষাক্রম অবলম্বনে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, মিলিটারি ডেন্টাল সেন্টার এবং আর্মড ফোর্সেস মেডিকেল স্টোরস ডিপো ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণের সুযোগ প্রদানের মাধ্যমে উচ্চ দক্ষতা ও গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রীধারী গড়ে তোলার লক্ষ্যে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদ এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের প্রার্থীদের নিম্নবর্ণিত শর্তাবলী সহ অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসর প্রাপ্ত সেনাসদস্যের সন্তানদের অগ্রাধিকার প্রদান করা হবে

ডিপ্লোমা-কোর্স সমূহঃ

ক। মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন।
খ। মেডিকেল টেকনোলজি রেডিওলজি এন্ড ইমেজিং।
গ। মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি।
ঘ। মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি।
ঙ। মেডিকেল টেকনোলজি ওটিএ (অপারেশন থিয়েটার এ্যাসিসট্যান্ট)।
চ। মেডিকেল টেকনোলজি আইসিএ (ইনটেনসিভ কেয়ার এ্যাসিসট্যান্ট)।
ছ। মেডিকেল টেকনোলজি রেডিওথেরাপি।
জ। ডিপ্লোমা ইন ফার্মেসি।

ভর্তির যোগ্যতাঃ

ক। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
খ। প্রার্থীকে ২০২১-২০২৫ সালের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ ২.০০ পয়েন্ট হতে হবে।

আবেদনের নিয়মাবলীঃ

ক। অনলাইনে আবেদনের তারিখঃ ০৫ আগস্ট ২০২৫ হতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত https://www.afmibd.net ওয়েবসাইটে আবেদন করা যাবে (আবেদন সংক্রান্ত নীতিমালা এএফএমআই এর ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে)। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন জটিলতা দেখা দিলে স্বশরীরে এএফএমআই, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে।
খ। প্রবেশপত্র ডাউনলোডঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ হতে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত (এএফএমআই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে)
গ। ভর্তির আবেদন ফি ৭০০.০০ (সাতশত) টাকা (অফেরত যোগ্য)।
ঘ। লিখিত পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১ ঘন্টা ব্যাপি MCQ পদ্ধতিতে এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

৫। নির্বাচন পদ্ধতিঃ

ক। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
খ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ : ২১ সেপ্টেম্বর হতে ২৩ সেপ্টেম্বর ২০২৫
গ। চূড়ান্তভাবে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
ঘ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ তারিখ : ০৫ অক্টোবর হতে ১৪ অক্টোবর ২০২৫
ঙ। অপেক্ষমান প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ তারিখ : ১৫ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৫
৬। প্রশিক্ষণঃ ডিএমটি কোর্সে ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সমূহ আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা সেনানিবাসে জমা করতে হবে যা প্রশিক্ষণ চলাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
৭। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অনলাইনে আবেদন পূরনের নিয়মাবলী

Step-1: https://afmibd.net website এ প্রবেশ করে admission option এ ক্লিক করে sign up now তে ক্লিক করে নাম, ই-মেইল ও mobile no দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
Step-2: রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে পুনরায় admission tab এ গিয়ে registered mobile number দিয়ে OTP কোডের মাধ্যমে Log in করতে হবে। Log in হলে স্বয়ংক্রিয়ভাবে Profile দেখাবে।
Step-3: পুনরায় admission option এ গিয়ে Select Course Type থেকে Course for Technology option এ Click করে পছন্দের বিষয় নির্বাচন করে Save and continue তে ক্লিক করে Personal information গুলো ফিল আপ করতে হবে।
Step-4: Present Permanent address ফিল আপ করে Save and continue বাটনে click করতে হবে।
Step-5: Educational qualification এর তথ্য পূরণ করে Save and continue তে ক্লিক করতে হবে।
Step-6: Passport size এর ছবি (সর্বোচ্চ 100KB), Signature, SSC Marksheet, জাতীয়তার সনদপত্র Upload করে Save and continue তে ক্লিক করতে হবে। (Size সর্বোচ্চ 512 KB)
Step-7: Terms and condition এ (✔) দিতে হবে। Print/Download Application হতে Applicant কপি Print করে নেয়া যাবে। Submit and continue দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
Step-8: Make payment এ ক্লিক করে debit/credit card এর মাধ্যমে payment করা যাবে অথবা mobile banking এ ক্লিক করে Bkash, Nagad, Upay, Rocket এর মাধ্যমে payment করা যাবে।
Step-9: Admit card download: AFMI website এ Registered No দিয়ে Login করে Student profile থেকে Admit card download করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *