আইএইচটি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ প্রকাশিত

IHT MATS Admission Circular 2025 Published

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
www.dgme.gov.bd
স্মারক নং-৫৯.১৪.০০০০.১০৩.৩৪.০০১.২৫.৭৮৭
তারিখ: ১২/০৮/২০২৫ খ্রি.

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি: (সকল সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটস এ শিক্ষার্থী ভর্তির জন্য প্রযোজ্য)
সূত্র: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর স্মারক নং-৫৯,০০,০০০০,১৪১.৩৫.০০১.২০ (অংশ-১)-৫৩৫, তারিখ: ১১.০৮.২০২৫ খ্রি.

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:

প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২১ খ্রি. হতে ২০২৫ খ্রি. সময়সীমার মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লিখিত পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ২.০০ পয়েন্ট হতে হবে।

আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষা ২০২৫ গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন শুরুর তারিখ : ১৪/০৮/২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা)
অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৭/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৮/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড : ১৪/০৯/২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা) হতে ১৬/০৯/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.) পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ : ১৯/০৯/২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত।


ভর্তিচ্ছু প্রার্থীগণ টেলিটক বাংলাদেশ লি. এর মাধ্যমে অনলাইন আবেদন দাখিল করবেন।
ভর্তি পরীক্ষার ফি ৭০০/- কথায়: সাতশত টাকা (অফেরৎযোগ্য) যা প্রি-প্রেইড টেলিটক এর মাধ্যমে জমা দিতে হবে।

আইএইচটি ম্যাটস ভর্তি যোগ্যতা ২০২৫

এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিত্র ৫ এর গুনিতক দ্বিগুন হিসেবে ১০ নম্বর এবং ১০০ (একশত) নম্বরের MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০ (চল্লিশ)। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার অকৃতকার্য প্রার্থীগণ কোনো সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটস এ ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
সরকারি/বেসরকারি যে কোনো আইএইচটি/ম্যাটস এ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এ ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালা, ২০২৫ প্রযোজ্য হবে।
পরীক্ষায় অবতীর্ণ/উত্তীর্ণ/নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা/ফলাফল/ভর্তি যে কোনো সময় বাতিল বলে গন্য হবে।
যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর
পরিচালক (চিকিৎসা শিক্ষা)
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
Email: medicaledu313@gmail.com

অনলাইনে আবেদন করতে যোগাযোগ করুন -01737130753 (Whatsapp)

Download IHT MATS Admission Circular 2025-26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *