Army Nursing Admission Circular 2025-26

Army Nursing Admission Circular 2025-26

আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট

ঢাকা সেনানিবাস

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) ১ম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স

ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

১। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এএফএমআই’তে ০৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সে (১৭তম ব্যাচ) ছাত্রী ভর্তি করা হবে।

২। প্রার্থীর যোগ্যতাঃ

ক। বয়সঃ ১৭ হতে ২২ বছর (০১ জুলাই ২০২৪)।

খ। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

গ। এসএসসি/সমমান পরীক্ষায় ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ২০২২,২০২৩ অথবা ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সম্মিলিত জিপিএ (GPA) নূন্যতম ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ৩.০০ এর নিচে গ্রহনযোগ্য নয়। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম (GPA) ৩.০০ থাকতে হবে। যারা O-Level/A-Level পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কশিটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএ-তে রূপান্তরিত করে Equivalent Certificate সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন।

ঘ। উচ্চতা                : ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) নূন্যতম।

ওজন                     : ৩৯.৯২ কেজি (৮৮ পাউন্ড) নুন্যতম।

বুকের মাপ                : স্বাভাবিক ৬৬.০৪ সে.মি. (২৬ ইঞ্চি) নূন্যতম।

  প্রসারিত ৭১.১২ সে.মি. (২৮ ইঞ্চি) নূন্যতম।

৬। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা আবশ্যক)।

৩। ভর্তির আবেদন এবং পরীক্ষার নিয়মাবলীঃ

ক। অনলাইনে আবেদনের তারিখ : ১৬ মার্চ ২০২৫ হতে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত https://www.afmibd.net এই Website এ আবেদন করা যাবে (আবেদন সংক্রান্ত নীতিমালা এএফএমআই এর ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে)। উল্লেখ্য,

অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন জটিলতা দেখা দিলে সশরীরে এএফএমআই এসে আবেদন করা যাবে।

খ। প্রবেশপত্র সংগ্রহের তারিখঃ ২০ এপ্রিল ২০২৫ হতে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত। (এএফএমআই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে)

গ। আবেদন ফিঃ ৭০০.০০ (সাতশত) টাকা (অফেরতযোগ্য)।

ঘ। (MCQ) পদ্ধতিতে ০১ (এক) ঘন্টার ১০০ (একশত) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঙ। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ০২ মে ২০২৫ তারিখ ১০০০-১১০০ ঘটিকা পর্যন্ত লিখিত পরীক্ষা এএফএমআই এর তত্ত্বাবধানে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

চ। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করতঃ ডাক্তারী ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

ছ। এসএসসিতে প্রাপ্ত জিপিএ এর ০৫ (পাঁচ) গুন এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এর ০৫ (পাঁচ) গুন এর সাথে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

৪। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রযোজ্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে। তবে, সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

৫। প্রশিক্ষণ চলাকালীন সুযোগ-সুবিধা ও বিধি-নিষেধঃ

ক। এএফএমআই এর নির্ধারিত বাসস্থানে বিনামূল্যে আবাসনের সুব্যবস্থা।

খ। এএফএমআই এর তত্ত্বাবধানে বিনামূল্যে আহারের সুব্যবস্থা। গ। অধ্যয়নকালীন সময়ে ড্রেসকোড অনুযায়ী পোষাক পরিধান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *