বাংলাদেশ হেলথ্ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি
(সিআরপি’র শিক্ষা প্রতিষ্ঠান)
সিআরপি-চাপাইন, সাভার, ঢাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এবং এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক ৪ বছর ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ মোট ৫ বছর মেয়াদী নিম্নে বর্ণিত কোর্স সমূহে ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
◾ বিএসসি ইন প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স
◾ বিএসসি-ইন স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
◾ বিএসসি-ইন অকুপেশনাল থেরাপি
◾ বিএসসি-ইন ফিজিওথেরাপি
ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীকে ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় এবং ২০২৪ অথবা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন করার নিয়মাবলীঃ
Bangladesh Health Professions Institute (BHPI) এর Website: www.bhpi.edu.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি (300 ⨉ 300 pixel, image size: 100kb, format: jpg) ও স্বাক্ষর (180 ⨉ 120 pixel, image size: 30kb, format: jpg) প্রয়োজন হবে। প্রথমে যেকোন Browser এর মাধ্যমে Bangladesh Health Professions Institute (BHΡΙ) এর ওয়েবসাইট www.bhpi.edu.bd এ গিয়ে বা সরাসরি www.bhpi.edu.bd/bachelor-program/ এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে । আবেদন ফরম যথাযথভাবে পূরণ করার পর আবেদন ফরমে একটি Student ID আসবে উক্ত Student ID টি বিল পেমেন্ট করার জন্য সংরক্ষন করতে হবে।
আবেদন ফি বাবদ ১,০১০/- (এক হাজার দশ টাকা) রকেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে। রকেট এ্যাপস এর Bill Pay তে গিয়ে Biller Name: Bangladesh Health Professions Institute (BHPI)’ তে Student ID টি লিখে Year এর স্থানে ২০২৫ এবং Month এর স্থানে যে মাসে আবেদন করবে সে মাসের নাম সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার পর একটি Bill No. ও Txnld আসবে। Admit Card Download করার জন্য Admit Card Download এ গিয়ে উক্ত Bill No. Txnld টি Submit করে Admit Card Download করতে হবে।
▷ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী ও আবেদনের বিস্তারিত নির্দেশনা Website: www.bhpi.edu.bd ওয়েবসাইটে দেওয়া আছে।
▷ অসম্পূর্ণ আবেদন/ কোন তথ্য ভুল/ মিথ্যা প্রমানিত হলে আবেদনপত্র/ ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
ক) মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য = ১০০ নম্বর, (এসএসসি= ৫০% এবং এইচএসসি ৫০%)। খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর।
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন : পদার্থবিদ্যা = ২৫, রসায়নবিদ্যা = ২৫, জীববিদ্যা = ২৫, ইংরেজী = ১৫, সাধারুণ জ্ঞান = ১০।
অনলাইনে আবেদন শুরু ও আবেদনের শেষ তারিখঃ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৩/০৫/২০২৫ ইং পর্যন্ত।
ভর্তি পরীক্ষা ও স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচীঃ ১৭/০৫/২০২৫ ইং সকাল ১০ টায়, বিএইচপিআই, সিআরপি, সাভার।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশঃ ১৯/০৫/২০২৫ ইং বিকাল ৫.০০ টায়।
প্রয়োজনে ফোন নম্বর সমূহঃ ০১৭৩০০৫৯৬৪৭; ০২-২২৩৩৭১৪৬৪; ০২-২২৩৩৭১৪৬৫
(অফিস চলাকালীন সময় শনিবার – বুধবার সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা এবং বৃহস্পতিবার ৮.০০ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত; শুক্রবার সাপ্তাহিক বন্ধ)
বি:দ্র: ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
