Army Nursing Admission Circular Published 2025,Rangpur

আর্মি নার্সিং কলেজ রংপুর, রংপুর সেনানিবাস – ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

(সেনাবাহিনী পরিচালিত একটি বেসামরিক প্রতিষ্ঠান)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং বিউপি অধিভুক্ত

আর্মি নার্সিং কলেজ রংপুর ভর্তিবিজ্ঞপ্তি ২০২৫-২৬ প্রকাশিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আর্মি নার্সিং কলেজ রংপুর এ ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) কোর্সে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। ভর্তির যোগ্যতা ও শর্তাবলীঃ

ক। বয়সঃ সর্বোচ্চ ২২ বৎসর

খ। শারীরিক মানঃ (নূন্যতম)

(১) উচ্চতা      : ০৪ ফুট ১০ ইঞ্চি নূন্যতম

(২) ওজন       : ৩৯.৯২ কিলোগ্রাম (৮৮ পাউন্ড) নূন্যতম

(৩) বুকের মাপ  : স্বাভাবিক ০.৬৬ মিটার (২৬ ইঞ্চি) নূন্যতম

(৪) শ্রবণ শক্তি   : স্বাভাবিক

(৫) দৃষ্টি শক্তি   : ৬/৬ (+২.৫০)

গ। শিক্ষাগত যোগ্যতা:

(ক) প্রার্থীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবেনা।

(খ) বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় সর্বমোট নূন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহনযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

ঘ। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (নির্বাচিত হলে বিএসসি ইন নার্সিং কোর্সে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে)

ঙ। জাতীয়তাঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলীঃ

ক। আবেদনপত্র আর্মি নার্সিং কলেজ রংপুর এর ওয়েব সাইট www.rancbd.com হতে ডাউনলোড করতে হবে অথবা আর্মি নার্সিং কলেজ রংপুর, রংপুর সেনানিবাস হতে অফিস চলাকালীন সময়ে (সকাল ০৯০০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত) ছুটির দিন ব্যতীত সংগ্রহ করা যাবে।

খ। আবেদন পত্র স্বহস্তে পূরণ করতঃ প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ, আর্মি নার্সিং কলেজ রংপুর, রংপুর সেনানিবাস এই ঠিকানায় ডাক যোগে পাঠাতে হবে অথবা স্বশরীরে এসে জমা দিতে হবে। ভর্তির আবেদনপত্র ও আনুষাঙ্গিক খরচ বাবদ ৭০০.০০ (সাতশত টাকা মাত্র) টাকা (অফেরতযোগ্য) বিকাশ নং ০১৭৬৯৬৬৫৬৮০ (সেন্ড মানি) তে বিকাশ চার্জসহ পাঠাতে হবে। স্বশরীরে আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে উক্ত টাকা ফরম জমা দেওয়ার সময় প্রদান করতে হবে। ফরম পূরণ করার সময় বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হলে ফরমে বিকাশ এর রেফারেন্স নং টি উল্লেখ করতে হবে।

গ। অসম্পূর্ন ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গন্য হবে।

৩। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলীঃ

ক। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের হবে। পরীক্ষায় বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) এবং সাধারন জ্ঞান-১০ বিষয়সমূহ থাকবে।

খ। ফলাফলঃ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামীয় তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে মেধাভিত্তিক ক্রমানুসারে পূরণ করা হবে।

৪। অন্যান্য তথ্যাবলীঃ

ক। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয় ভর্তি কমিটিরি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

খ। ভর্তি সংক্রান্ত বিষয়ে ভুল তথ্য সরবরাহকারীর ভর্তি কর্তৃপক্ষ অবগত হওয়া মাত্রই ভর্তি বাতিল হয়ে যাবে।

গ। কোন প্রার্থীই কোর্স চলাকালীন সময়ে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবেনা। অধ্যয়ন করলে প্রমাণ সাপেক্ষে তাকে কোর্স থেকে বহিষ্কার করা হবে।

ঘ। কোর্স চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক প্রণীত বিধি বিধান এবং স্ব-প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে।

৫। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তারিখ ও সময়সূচি নিম্নরূপ:

আবেদন ফরম সংগ্রহ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) হতে শুরু
আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ২৪ এপ্রিল ২০২৫ দুপুর ১৪০০ ঘটিকা পর্যন্ত
প্রবেশপত্র সংগ্রহের তারিখ২৮ এপ্রিল ২০২৫ হতে ০৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত
লিখিত ও মৌখিক পরীক্ষা১০ মে ২০২৫ (শনিবার) তারিখে সকাল ১০০০ ঘটিকা এবং ১২০০ ঘটিকায় মৌখিক ও ডাক্তারী পরীক্ষা আর্মি নার্সিং কলেজে অনুষ্ঠিত হবে

বি:দ্র: বিশেষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী কলেজ অধ্যক্ষের দপ্তর হতে অফিস চলাকালীন সময়ে জানা যাবে।

সময়ঃ সকাল ০৯০০ টা হতে ১৪০০ টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত)।

আর্মি নার্সিং কলেজ রংপুর

রংপুর সেনানিবাস, (সিএমএইচ রংপুর সংলগ্ন)

যোগায়োগঃ সকাল ০৯০০ টা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত

হেল্পলাইন -01737130753

ওয়েব সাইডঃ www.rancbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *