ফিজিওথেরাপি কি ?
ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা)- এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থেকে যে সব রোগের সৃষ্টি হয়, তার পরিপূর্ণ সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি।
ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য শাখা। একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বাধীনভাবে রোগীর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা (প্রধানত বাত-ব্যথা, আঘাত জনিত ব্যথা, প্যারালাইসিস ,সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত ও বড় কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসাসহ বিভিন্ন ধরনের বাত,মাথা,ঘাড়,কাঁধ,পিঠ,কোমর ও হাঁটুর ব্যথা এবং স্পোর্টস ইনজুরিতে পরিপূর্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি
একজন ফিজিওথেরাপিষ্ট রোগীর রোগ বর্ণনা, ফিজিক্যাল টেষ্ট, ফিজিওথেরাপিউটিক স্পেশাল টেষ্ট, প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন রেডিওলজিক্যাল টেষ্ট এবং প্যাথলজিক্যাল টেষ্ট এর মাধ্যমে রোগ নির্ণয় বা ডায়াগ্নোসিস করে থাকেন। অত:পর রোগীর সমস্যাঅনুযায়ী চিকিৎসার পরিকল্পনা অথবা ট্রিটমেন্ট প্লান করেন এবং সেই অনুযায়ী নিন্মোক্ত পদ্ধতিতে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকেন।
ম্যানুয়াল থেরাপি
ম্যানিপুলেটিভ থেরাপি
মোবিলাইজেশন
মুভমেন্ট উইথ মোবিলাইজেশন
থেরাপিউটিক এক্সারসাইজ
ইনফিলট্রেশন বা জয়েণ্ট ইনজেকশন
পশ্চারাল এডুকেশন
আরগোনমিক্যাল কনসালটেন্সী
হাইড্রোথেরাপি
ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা (যেমন: TENS, IRR, Traction ইত্যাদি)। ফিজিওথেরাপি চিকিৎসাতে মেশিনের ব্যবহার খুবই নগন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ্স বা ঔষধও ব্যবহার করতে হয়।
একজন ফিজিওথেরাপিস্ট যেসকল পদে চাকুরী করতে পারে:
ফিজিওথেরাপিস্ট হিসেবে সরকারি-বেসরকারি হাসপাতাল, যেমন: পঙ্গু হাসপাতাল, জাতীয় ট্রমা সেন্টার, সরকারি-বেসরকারি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র, ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র বা স্পোর্টস দল ও ক্লাবে সুযোগ রয়েছে।
ফিজিওথেরাপির যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক এনজিও-তে উচ্চপর্যায়ে কাজ করা সম্ভব। এ ছাড়া, ফুটবল, হকি, ভলিবলসহ অন্যান্য জাতীয় দলে ফিজিও কনসালট্যান্টের কাজ করে গড়ে তোলা সম্ভব আকর্ষণীয় ক্যারিয়ার।
উন্নত বিশ্বে ফিজিওথেরাপিস্ট অন্যতম পছন্দের পেশা হলেও বাংলাদেশে এ পেশা এখনও অনেক চ্যালেঞ্জিং অবস্থায় আছে। বাংলাদেশ সরকার এখন প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন প্রকল্প চালু করায় ফিজিওথেরাপিস্টদের জন্য সরকারি চাকরির সুযোগ বেড়েছে।
বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স এর জন্য সরকারী প্রতিষ্ঠান এর তালিকা
১। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)
২। ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি,ঢাকা (ঢাকা আইএইচটি)
৩। ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি-রাজশাহী
(রাজশাহী আইএইচটি)
৪। যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিটোর বিএসসি ইন ফিজিওথেরাপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ এবং আবেদন প্রক্রিয়া
বিএসসিন ইন হেলথ টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ এবং অনলাইন আবেদন প্রক্রিয়া
যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন প্রক্রিয়া
বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স এর জন্য বেসরকারী প্রতিষ্ঠানের তালিকা , খরচ
SL | Institute Name | Fee | Seat | Eligibility |
1 | International Institute of Health Science -IIHS | 5,95,000/- | 40 | HSC |
2 | Japan Bangladesh Collge of Physiotherapy | 5,95,000/- | 40 | HSC |
3 | Institute of Medical Technology – IMT | |||
4. | Saic College of Medical Science and Technology | |||
5. | Bangladesh Health Professions Institute | |||
6 | Dhaka College of Physiotherapy | |||
7 | State College of Health Science | |||
8 | Chittagong Institute of Medical Technology -CIMT | |||
9. | Prime Institute of Medical Technology | |||
10 | Mymenshing College of Physiotherapy and Health Science |