IHT MATS Admission Question Solve 2024-25
আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সালের প্রশ্ন সমাধান
১. বিষমবাহু ত্রিভুজ হলো-
a) যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান
b) যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান☑
c) যে ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান
d) যে ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান
২. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সে.মি. ও এক বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত?
a) ৩ সে.মি. ☑
b) ১০ সে.মি.
c) ২ সে.মি.
d) ৬ সে.মি.
৩. ০.০২ ⨉ ০.০৫ = কত?
a) ০.০০০১
b) ০.০০২
c) ০.০০০৫
d) ০.০০১ ☑
৪. নিচের কোনটি বর্গ সংখ্যা?
a) ৯ ☑
b) ২
c) ০
d) ৭
৫. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী?
a) ১৮০o ☑
b) ৩৬০o
c) ৯০o
d) ২১০o
৬. ধনাত্মক সংখ্যার উদাহরণ কোনটি?
a) ২ ☑
b) ০
c) -৬
d) -৪
৭. পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে-
a) উপাত্তের কেন্দ্রীয় প্রবণতা
b) উপাত্তের মধ্যক ☑
c) উপাত্তের প্রচুরক
d) উপাত্তের গড়
৮. (a+b)^2
a) a2-b2
b) a2+2ab+b2 ☑
c) a2+b2
d) a2-2ab+b2
৯. ১, ২, ৩, ৪, ৫ এর গড়-
a) ৪.৫
b) ২.৫
c) ৩ ☑
d) ২.৮
১০. (a-b) = 4 এবং ab = 60 হলে, (a+b) এর মান কত?
a) 12
b) 14
c) 16 ☑
d) 10
১১. মৌলিক সংখ্যার উদাহরণ হলো-
a) ১২
b) ১৬
c) ৫ ☑
d) ১০
১২. দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৪ এবং এদের গুণফল ৪৮। সংখ্যাটি কত?
a) ৪৩ বা ৩৪
b) ৬৮ বা ৮৬ ☑
c) ৫৯ বা ৯৫
d) ৪২ বা ২৪
১৩. ৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত?
a) ৫০০ বর্গমিটার
b) ১০০০ বর্গমিটার
c) ২৫০০ বর্গমিটার
d) ২০০০ বর্গমিটার ☑
১৪. স্বাভাবিক সংখ্যার উদাহরণ-
a) 1,2,3,4 ☑
b) 0, -1, -2, -3
c) 1/2, 1/3, 1/4, 1/5
d) 0.1, 0.2, 0.3, 0.4
১৫. বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য a হলে পরিসীমা-
a) 3a
b) 2a
c) 4a ☑
d) a
পদার্থবিজ্ঞান
১৬. বায়ুচাপ মাপার যন্ত্র নিচের কোনটি?
a) থার্মোমিটার
b) ক্যালরিমিটার
c) ব্যারোমিটার ☑
d) সিসমোমিটার
১৭. নিচের কোনটি সুপরিবাহী পদার্থ?
a) সিলিকন
b) কাঠ
c) তামা ☑
d) প্লাস্টিক
১৮. পদার্থের পরিমাপের এস আই একক কোনটি?
a) মোল ☑
b) পাউন্ড
c) ক্যান্ডেলা
d) কিলোগ্রাম
১৯. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যরে সীমা কত?
a) 40 – 70 nm b) 100 – 1500 nm
c) 200 – 400 nm d) 400 – 700 nm ☑
২০. টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
a) উভত্তল
b) উত্তল
c) সমতল
d) অবতল ☑
২১. গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য?
a) মহাকর্ষ বল ☑
b) তাড়িত চৌম্বক বল
c) দুর্বল নিউক্লিয় বল
d) সবল নিউক্লিয় বল
২২. অভিকর্ষজ ত্বরণ কোথায় সবচেয়ে বেশি?
a) মেরু অঞ্চলে ☑
b) পৃথিবীর কেন্দ্রে
c) হিমালয়ের চূড়ায়
d) বিষুব অঞ্চলে
২৩. নিচের কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম?
a) অ্যালুমিনিয়াম
b) লোহা
c) কাঠ
d) কাঁচ ☑
২৪. 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে, বিদুৎ প্রবাহ কত?
a) 0.5 অ্যাম্পিয়ার
b) 2 অ্যাম্পিয়ার ☑
c) 10 অ্যাম্পিয়ার
d) 1 অ্যাম্পিয়ার
২৫. শব্দ কোন ধরনের তরঙ্গ?
a) তির্যক তরঙ্গ
b) তাড়িত চৌম্বক তরঙ্গ
c) অনুদৈর্ঘ্য তরঙ্গ ☑
d) অনুপ্রস্থ তরঙ্গ
২৬. কোন ধরণের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়?
a) বেতার তরঙ্গ
b) যান্ত্রিক তরঙ্গ ☑
c) তাড়িত চৌম্বক তরঙ্গ
d) আলোক তরঙ্গ
২৭. স্প্রিং এ ঝুলন্ত দুলতে থাকা বস্তুর গতি কি ধরনের গতি?
a) সরল স্পন্দন গতি ☑
b) পর্যায়বৃত্ত গতি
c) চলন গতি
d) সরল রৈখিক গতি
২৮. কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?
a) ৪০o
b) – ৪০o ☑
c) ৮০o
d) – ৮০o
রসায়ন
২৯. নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?
a) CaCl2
b) KCl
c) NaCl
d) AgCl ☑
৩০. কোনটি ক্ষার ধাতু?
a) রেডিয়াম
b) সোডিয়াম ☑
c) বেরিয়াম
d) ম্যাগনেসিয়াম
৩১. নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কোনটি?
a) ২
b) ৫ ☑
c) ৭
d) ৩
৩২. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
a) টিন
b) অ্যালুমিনিয়াম
c) রেডিয়াম ☑
d) লোহা
৩৩. নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কোনটি?
a) কার্বন ডাই অক্সাইড
b) মিথেন
c) অক্সিজেন
d) নিয়ন ☑
৩৪. আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি?
a) ইলেকট্রন বিন্যাস ☑
b) পারমাণবিক সংখ্যা
c) পারমাণবিক ভর
d) আপেক্ষিক পারমাণবিক ভর
৩৫. ওজোনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান?
a) ৩ ☑
b) ৪
c) ২
d) ১
৩৬. কাঁচা আমে কোন এসিড থাকে?
a) অক্সালিক এসিড
b) ম্যালেয়িক এসিড ☑
c) এসিটিক এসিড
d) সাইট্রিক এসিড
৩৭. ০১ (এক) মোল NaCl =
a) 59.5 g NaCl
b) 58.5 g NaCl ☑
c) 60.5 g NaCl
d) 61.5 g NaCl
৩৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
a) মিথেন ☑
b) পেন্টেন
c) প্রোপেন
d) ইথেন
৩৯. নিচের কোনটি জিংক এর আকরিক?
a) ক্যালামাইন ☑
b) বক্সাইট
c) লিমোনাইট
d) গ্যালেনা
৪০. কোনটি ঊর্ধ্বপাতিত হয়?
a) আয়োডিন ☑
b) খাবার লবণ
c) সোডা অ্যাস
d) তুঁতে
৪১. এক বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাংক-
a) -273oC ☑
b) 73oC
c) 0oC
d) 100oC
৪২. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
a) জিওথার্মাল ☑
b) তেল
c) কয়লা
d) গ্যাস
৪৩. কোনটি লঘু এসিড?
a) নাইট্রিক এসিড
b) সালফিউরিক এসিড
c) হাইড্রোক্লোরিক এসিড
d) টারটারিক এসিড ☑
৪৪. লেড এর প্রতীক কোনটি?
a) Sn
b) Fe
c) Ag
d) Pb ☑
৪৫. ক্যালসিয়াম ক্লোরাইড এর সংকেত কোনটি?
a) CaCl2
b) CaCl
c) Ca2Cl ☑
d) CaCl3
জীববিজ্ঞান
৪৬. স্নেহ বিশ্লেষক এনজাইম কোনটি?
a) টায়ালিন ☑
b) লাইপেজ
c) মল্টেজ
d) অ্যামাইলেজ
৪৭. নিচের কোনটি এককোষী জীব?
a) শৈবাল
b) মস
c) ব্যাকটেরিয়া ☑
d) ফার্ণ
৪৮. কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়?
a) অনুচক্রিকা
b) শ্বেত কণিকা ☑
c) রক্তরস
d) লোহিত কণিকা
৪৯. প্রোটিন সংশ্লেষণে সাহায্যকারী অঙ্গাণু কোনটি?
a) সেন্ট্রোজোম
b) ক্রোমোজোম
c) লাইসোজোম
d) রাইবোজোম ☑
৫০. নিচের কোনটি প্লুরা দ্বারা আবৃত?
a) শ্বাসনালী
b) ফুসফুস ☑
c) যকৃত
d) হৃদপিন্ড
৫১. ছেলেদের গোঁফ দাড়ি গজায় কোন হরমোনের কারণে?
a) ইস্ট্রোজেন
b) রিলাক্সিন
c) থাইরক্সিন
d) টেস্টেস্টেরন ☑
৫২. কোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়?
a) যকৃত
b) অগ্ন্যাশয় ☑
c) অস্ট্রিক গ্রন্থি
d) গ্যাস্ট্রিক গ্রন্থি
৫৩. কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়?
a) ফানজাই ☑
b) প্লান্টি
c) মনেরা
d) প্রোটিস্টা
৫৪. মানবদেহের সবচেয়ে শক্ত অংঙ্গ কোনটি?
a) অস্থি
b) অস্থিমজ্জা
c) দাঁত ☑
d) তরুণাস্থি
৫৫. উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কী বলে?
a) ফটোলাইসিস
b) সালোক সংশ্লেষণ☑
c) শ্বসন
d) ফটোজেনেসিস
৫৬. জনন মাতৃকোষের বিভাজন ঘটে কোন পদ্ধতিতে?
a) দ্বিবিভাজন
b) মাইটোসিস
c) অ্যামাইটোসিস
d) মিয়োসিস ☑
৫৭. দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে কী বলে?
a) প্রস্বেদন
b) রেচন ☑
c) শ্বসন
d) ব্যাপন
৫৮. ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
a) কাইটিন ☑
b) লিপিড
c) পলিস্যাকারাইড
d) পেকটিন
৫৯. নিচের কোনটি সালোক-সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ?
a) অক্সিজেন
b) নাইট্রোজেন
c) হাইড্রোজেন
d) কার্বন ডাই অক্সাইড ☑
৬০. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
a) লসিকা
b) হরমোন ☑
c) এনজাইম
d) রক্তরস
সাধারণ জ্ঞান
৬১. বাংলাদেশের বিভাগ কয়টি?
a) ৮ ☑
b) ২
c) ৪
d) ৬
৬২. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ এর অনুপাত কত?
a) ১০.৫
b) ১০.৬ ☑
c) ১০.৪
d) ১০.৩
৬৩. নিচের কোন জেলায় চা উৎপন্ন হয়?
a) কুমিল্লা
b) সিলেট ☑
c) টাঙ্গাইল
d) রাজশাহী
৬৪. বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
a) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
b) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
c) ঢাকা বিশ্ববিধ্যালয়
d) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ☑
৬৫. নিম্নের কোন জন ব্যতিত সকলেই ভাষা শহীদ?
a) জব্বার
b) রফিক
c) সালাম
d) নুর হোসেন ☑
৬৬. ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করেন?
a) সাহিত্য
b) চিকিৎসা
c) অর্থনীতি
d) শান্তি ☑
৬৭. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
a) ১৩ জৈষ্ঠ্য
b) ১২ জৈষ্ঠ্য
c) ১১ জৈষ্ঠ্য ☑
d) ১৪ জৈষ্ঠ্য
৬৮. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
a) ১১ ☑
b) ৭
c) ৫
d) ৯
৬৯. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
a) বাগেরহাট
b) পটুয়াখালী ☑
c) কক্সবাজার
d) বরিশাল
৭০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
a) মৃণাল হক
b) মোস্তফা মনোয়ার
c) সৈয়দ মঈনুল হোসেন
d) হামিদুর রহমান ☑
ইংরেজি
৭১. Translate into English: `সে ভাত খেয়েছে’
a) He has eaten rice ☑
b) He eats rice
c) He ate rice
d) He had eaten rice
৭২. What is the opposite meaning of the word ‘Free’?
a) Distinct
b) Costly
c) Busy ☑
d) Spare
৭৩. Example of complex sentence is-
a) He woke up at the time of raining
b) I know that he is honest ☑
c) They knew him to be a poet
d) I saw him at the time of playing
৭৪. Fill in the gap with the appropriate word: Do you know …….. definition of science?
a) of
b) an
c) the ☑
d) a
৭৫. ‘I was ordered by him’—write in active voice
a) I am ordered by him
b) He ordered me ☑
c) He will order me
d) He will be ordered by me
৭৬. Fill in the gap with the appropriate word: Face your fears ….. courage.
a) in
b) with ☑
c) that
d) of
৭৭. Identify the verb from the following-
a) With
b) Alas
c) Advise ☑
d) Knowledge
৭৮. Translate into English: ‘‘সূর্য পূর্ব দিকে উদিত হয়’’
a) Sun rise in east
b) The sun rises in the east ☑
c) There is a sun in the east
d) The sun in the east
৭৯. Which one of the following is preposition?
a) Into ☑
b) Is
c) Bad
d) Book
৮০. Fill in the gap with the appropriate word: He does not care …… anybody.
a) with
b) of ☑
c) to
d) for
৮১. Example of passive voice is-
a) He will help me
b) I had written the letter
c) Let the work be done by me ☑
d) He killed a snake
৮২. ‘They live ……… the Park Street.’ Appropriate preposition in the gap is-
a) on ☑
b) under
c) at
d) in
৮৩. Fill in the gap with appropriate word: The cow lives ……. grass.
a) on ☑
b) for
c) with
d) in
৮৪. Which one of the following is adjective-
a) Dhaka
b) He
c) Beautiful ☑
d) Playing
৮৫. Which of the following is interrogative pronoun?
a) They
b) One
c) We
d) Who ☑
বাংলা
৮৬. ‘উভয় সঙ্কট’এর সমার্থক বাগধারা কোনটি?
a) খণ্ড প্রলয় ☑
b) শঁখের করাত
c) গোঁফ খেজুরে
d) শাপে বর
৮৭. ‘পালের গোদা’বাগধারাটির অর্থ কি?
a) দলপতি ☑
b) অহিনকুল
c) শ্রমবিমুখ
d) অতিবুদ্ধি
৮৮. ‘নাবিক’শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) নৈ + ইক
b) নৌ + ইক ☑
c) নো + ইক
d) নে + ইক
৮৯. নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়?
a) শিক্ষিত ☑
b) শিক্ষক
c) সধবা
d) ঢাকী
৯০. ‘দীর্ঘজীবী হও’- এটি কোন প্রকারের বাক্য?
a) বিস্ময়সূচক
b) ইচ্ছাসূচক ☑
c) প্রশ্নসূচক
d) আদেশবাচক
৯১. কোনটি ভাববাচ্যের উদাহরণ?
a) বিদ্বান সকলের দ্বারা আদৃত হন
b) আমি যাব না
c) কাজটা ভাল দেখায় না
d) আমার যাওয়া হবে না ☑
৯২. ‘টাকমাথা’শব্দটির ব্যাসবাক্য কোনটি?
a) টাক ও মাথা
b) মাথা যে টাক
c) টাকের ন্যায় মাথা
d) টাক যে মাথা ☑
৯৩. কোন বানানটি সঠিক?
a) মুমূর্ষু ☑
b) মুমুর্ষ
c) মুমুর্ষু
d) মমুর্ষূ
৯৪. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
a) কমা
b) কোলন
c) লোপচিহ্ন
d) হাইফেন ☑
৯৫. ‘নশ্বর’- এর বিপরীত শব্দ কোনটি?
a) অবিনশ্বর ☑
b) অস্থায়ী
c) ক্ষণস্থায়ী
d) অনশ্বর
৯৬. নিচের কোনটি মৌলিক ধাতু?
a) ঘুমা
b) পড় ☑
c) দেখা
d) হারা
৯৭. ‘তুমি এ ব্যাপারে আর মাথা ঘামিও না’এখানে ‘মাথা ঘামানো’- কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
a) দায়িত্ব গ্রহণ
b) আগ্রহ
c) অশান্তি
d) ভাবনা করা ☑
৯৮. ‘আমি দেখেছি’- বাক্যে ক্রিয়া কোন কালের?
a) পুরাঘটিত অতীত
b) পুরাঘটিত বর্তমান
c) সাধারণ বর্তমান ☑
d) সাধারণ অতীত
৯৯. সূর্য এর সমার্থক শব্দ কোনটি?
a) সবিতা ☑
b) ভুজ
c) শৈল
d) ফনী
১০০. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
a) শব্দের পূর্বে
b) শব্দের মধ্যে ☑
c) বাক্যের শেষে
d) শব্দের পরে