IHT MATS Admission Question Solve 2025 আইএইচটি ম্যাটস প্রশ্ন সমাধান ২০২৪-২৫

১. বিষমবাহু ত্রিভুজ হলো-
a) যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান
b) যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান
c) যে ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান
d) যে ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান
২. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সে.মি. ও এক বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত?
a) ৩ সে.মি. ☑
b) ১০ সে.মি.
c) ২ সে.মি.
d) ৬ সে.মি.
৩. ০.০২ ⨉ ০.০৫ = কত?
a) ০.০০০১
b) ০.০০২
c) ০.০০০৫
d) ০.০০১ ☑
৪. নিচের কোনটি বর্গ সংখ্যা?
a) ৯ ☑
b) ২
c) ০
d) ৭
৫. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী?
a) ১৮০o ☑
b) ৩৬০o
c) ৯০o
d) ২১০o
৬. ধনাত্মক সংখ্যার উদাহরণ কোনটি?
a) ২ ☑
b) ০
c) -৬
d) -৪
৭. পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে-
a) উপাত্তের কেন্দ্রীয় প্রবণতা
b) উপাত্তের মধ্যক ☑
c) উপাত্তের প্রচুরক
d) উপাত্তের গড়
৮. (a+b)^2
a) a2-b2
b) a2+2ab+b2 ☑
c) a2+b2
d) a2-2ab+b2
৯. ১, ২, ৩, ৪, ৫ এর গড়-
a) ৪.৫
b) ২.৫
c) ৩ ☑
d) ২.৮
১০. (a-b) = 4 এবং ab = 60 হলে, (a+b) এর মান কত?
a) 12
b) 14
c) 16 ☑
d) 10
১১. মৌলিক সংখ্যার উদাহরণ হলো-
a) ১২
b) ১৬
c) ৫ ☑
d) ১০
১২. দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৪ এবং এদের গুণফল ৪৮। সংখ্যাটি কত?
a) ৪৩ বা ৩৪
b) ৬৮ বা ৮৬ ☑
c) ৫৯ বা ৯৫
d) ৪২ বা ২৪
১৩. ৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত?
a) ৫০০ বর্গমিটার
b) ১০০০ বর্গমিটার
c) ২৫০০ বর্গমিটার
d) ২০০০ বর্গমিটার ☑
১৪. স্বাভাবিক সংখ্যার উদাহরণ-
a) 1,2,3,4 ☑
b) 0, -1, -2, -3
c) 1/2, 1/3, 1/4, 1/5
d) 0.1, 0.2, 0.3, 0.4
১৫. বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য a হলে পরিসীমা-
a) 3a
b) 2a
c) 4a ☑
d) a
পদার্থবিজ্ঞান
১৬. বায়ুচাপ মাপার যন্ত্র নিচের কোনটি?
a) থার্মোমিটার
b) ক্যালরিমিটার
c) ব্যারোমিটার ☑
d) সিসমোমিটার
১৭. নিচের কোনটি সুপরিবাহী পদার্থ?
a) সিলিকন
b) কাঠ
c) তামা ☑
d) প্লাস্টিক
১৮. পদার্থের পরিমাপের এস আই একক কোনটি?
a) মোল ☑
b) পাউন্ড
c) ক্যান্ডেলা
d) কিলোগ্রাম
১৯. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যরে সীমা কত?
a) 40 – 70 nm b) 100 – 1500 nm
c) 200 – 400 nm d) 400 – 700 nm ☑
২০. টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
a) উভত্তল
b) উত্তল
c) সমতল
d) অবতল ☑
২১. গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য?
a) মহাকর্ষ বল ☑
b) তাড়িত চৌম্বক বল
c) দুর্বল নিউক্লিয় বল
d) সবল নিউক্লিয় বল
২২. অভিকর্ষজ ত্বরণ কোথায় সবচেয়ে বেশি?
a) মেরু অঞ্চলে ☑
b) পৃথিবীর কেন্দ্রে
c) হিমালয়ের চূড়ায়
d) বিষুব অঞ্চলে
২৩. নিচের কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম?
a) অ্যালুমিনিয়াম
b) লোহা
c) কাঠ
d) কাঁচ ☑
২৪. 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে, বিদুৎ প্রবাহ কত?
a) 0.5 অ্যাম্পিয়ার
b) 2 অ্যাম্পিয়ার ☑
c) 10 অ্যাম্পিয়ার
d) 1 অ্যাম্পিয়ার
২৫. শব্দ কোন ধরনের তরঙ্গ?
a) তির্যক তরঙ্গ
b) তাড়িত চৌম্বক তরঙ্গ
c) অনুদৈর্ঘ্য তরঙ্গ ☑
d) অনুপ্রস্থ তরঙ্গ
২৬. কোন ধরণের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়?
a) বেতার তরঙ্গ
b) যান্ত্রিক তরঙ্গ ☑
c) তাড়িত চৌম্বক তরঙ্গ
d) আলোক তরঙ্গ
২৭. স্প্রিং এ ঝুলন্ত দুলতে থাকা বস্তুর গতি কি ধরনের গতি?
a) সরল স্পন্দন গতি ☑
b) পর্যায়বৃত্ত গতি
c) চলন গতি
d) সরল রৈখিক গতি
২৮. কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?
a) ৪০o
b) – ৪০o ☑
c) ৮০o
d) – ৮০o
রসায়ন
২৯. নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?
a) CaCl2
b) KCl
c) NaCl
d) AgCl ☑
৩০. কোনটি ক্ষার ধাতু?
a) রেডিয়াম
b) সোডিয়াম ☑
c) বেরিয়াম
d) ম্যাগনেসিয়াম
৩১. নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কোনটি?
a) ২
b) ৫ ☑
c) ৭
d) ৩
৩২. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
a) টিন
b) অ্যালুমিনিয়াম
c) রেডিয়াম ☑
d) লোহা
৩৩. নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কোনটি?
a) কার্বন ডাই অক্সাইড
b) মিথেন
c) অক্সিজেন
d) নিয়ন ☑
৩৪. আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি?
a) ইলেকট্রন বিন্যাস ☑
b) পারমাণবিক সংখ্যা
c) পারমাণবিক ভর
d) আপেক্ষিক পারমাণবিক ভর
৩৫. ওজোনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান?
a) ৩ ☑
b) ৪
c) ২
d) ১
৩৬. কাঁচা আমে কোন এসিড থাকে?
a) অক্সালিক এসিড
b) ম্যালেয়িক এসিড ☑
c) এসিটিক এসিড
d) সাইট্রিক এসিড
৩৭. ০১ (এক) মোল NaCl =
a) 59.5 g NaCl
b) 58.5 g NaCl ☑
c) 60.5 g NaCl
d) 61.5 g NaCl
৩৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
a) মিথেন ☑
b) পেন্টেন
c) প্রোপেন
d) ইথেন
৩৯. নিচের কোনটি জিংক এর আকরিক?
a) ক্যালামাইন ☑
b) বক্সাইট
c) লিমোনাইট
d) গ্যালেনা
৪০. কোনটি ঊর্ধ্বপাতিত হয়?
a) আয়োডিন ☑
b) খাবার লবণ
c) সোডা অ্যাস
d) তুঁতে
৪১. এক বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাংক-
a) -273oC ☑
b) 73oC
c) 0oC
d) 100oC
৪২. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
a) জিওথার্মাল ☑
b) তেল
c) কয়লা
d) গ্যাস
৪৩. কোনটি লঘু এসিড?
a) নাইট্রিক এসিড
b) সালফিউরিক এসিড
c) হাইড্রোক্লোরিক এসিড
d) টারটারিক এসিড ☑
৪৪. লেড এর প্রতীক কোনটি?
a) Sn
b) Fe
c) Ag
d) Pb ☑
৪৫. ক্যালসিয়াম ক্লোরাইড এর সংকেত কোনটি?
a) CaCl2
b) CaCl
c) Ca2Cl ☑
d) CaCl3
জীববিজ্ঞান
৪৬. স্নেহ বিশ্লেষক এনজাইম কোনটি?
a) টায়ালিন ☑
b) লাইপেজ
c) মল্টেজ
d) অ্যামাইলেজ
৪৭. নিচের কোনটি এককোষী জীব?
a) শৈবাল
b) মস
c) ব্যাকটেরিয়া ☑
d) ফার্ণ
৪৮. কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়?
a) অনুচক্রিকা
b) শ্বেত কণিকা ☑
c) রক্তরস
d) লোহিত কণিকা
৪৯. প্রোটিন সংশ্লেষণে সাহায্যকারী অঙ্গাণু কোনটি?
a) সেন্ট্রোজোম
b) ক্রোমোজোম
c) লাইসোজোম
d) রাইবোজোম ☑
৫০. নিচের কোনটি প্লুরা দ্বারা আবৃত?
a) শ্বাসনালী
b) ফুসফুস ☑
c) যকৃত
d) হৃদপিন্ড
৫১. ছেলেদের গোঁফ দাড়ি গজায় কোন হরমোনের কারণে?
a) ইস্ট্রোজেন
b) রিলাক্সিন
c) থাইরক্সিন
d) টেস্টেস্টেরন ☑
৫২. কোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়?
a) যকৃত
b) অগ্ন্যাশয় ☑
c) অস্ট্রিক গ্রন্থি
d) গ্যাস্ট্রিক গ্রন্থি
৫৩. কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়?
a) ফানজাই ☑
b) প্লান্টি
c) মনেরা
d) প্রোটিস্টা
৫৪. মানবদেহের সবচেয়ে শক্ত অংঙ্গ কোনটি?
a) অস্থি
b) অস্থিমজ্জা
c) দাঁত ☑
d) তরুণাস্থি
৫৫. উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কী বলে?
a) ফটোলাইসিস
b) সালোক সংশ্লেষণ☑
c) শ্বসন
d) ফটোজেনেসিস
৫৬. জনন মাতৃকোষের বিভাজন ঘটে কোন পদ্ধতিতে?
a) দ্বিবিভাজন
b) মাইটোসিস
c) অ্যামাইটোসিস
d) মিয়োসিস ☑
৫৭. দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে কী বলে?
a) প্রস্বেদন
b) রেচন ☑
c) শ্বসন
d) ব্যাপন
৫৮. ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
a) কাইটিন ☑
b) লিপিড
c) পলিস্যাকারাইড
d) পেকটিন
৫৯. নিচের কোনটি সালোক-সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ?
a) অক্সিজেন
b) নাইট্রোজেন
c) হাইড্রোজেন
d) কার্বন ডাই অক্সাইড ☑
৬০. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
a) লসিকা
b) হরমোন ☑
c) এনজাইম
d) রক্তরস
সাধারণ জ্ঞান
৬১. বাংলাদেশের বিভাগ কয়টি?
a) ৮ ☑
b) ২
c) ৪
d) ৬
৬২. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ এর অনুপাত কত?
a) ১০.৫
b) ১০.৬ ☑
c) ১০.৪
d) ১০.৩
৬৩. নিচের কোন জেলায় চা উৎপন্ন হয়?
a) কুমিল্লা
b) সিলেট ☑
c) টাঙ্গাইল
d) রাজশাহী
৬৪. বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
a) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
b) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
c) ঢাকা বিশ্ববিধ্যালয়
d) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ☑
৬৫. নিম্নের কোন জন ব্যতিত সকলেই ভাষা শহীদ?
a) জব্বার
b) রফিক
c) সালাম
d) নুর হোসেন ☑
৬৬. ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করেন?
a) সাহিত্য
b) চিকিৎসা
c) অর্থনীতি
d) শান্তি ☑
৬৭. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
a) ১৩ জৈষ্ঠ্য
b) ১২ জৈষ্ঠ্য
c) ১১ জৈষ্ঠ্য ☑
d) ১৪ জৈষ্ঠ্য
৬৮. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
a) ১১ ☑
b) ৭
c) ৫
d) ৯
৬৯. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
a) বাগেরহাট
b) পটুয়াখালী ☑
c) কক্সবাজার
d) বরিশাল
৭০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
a) মৃণাল হক
b) মোস্তফা মনোয়ার
c) সৈয়দ মঈনুল হোসেন
d) হামিদুর রহমান ☑
ইংরেজি
৭১. Translate into English: `সে ভাত খেয়েছে’
a) He has eaten rice ☑
b) He eats rice
c) He ate rice
d) He had eaten rice
৭২. What is the opposite meaning of the word ‘Free’?
a) Distinct
b) Costly
c) Busy ☑
d) Spare
৭৩. Example of complex sentence is-
a) He woke up at the time of raining
b) I know that he is honest ☑
c) They knew him to be a poet
d) I saw him at the time of playing
৭৪. Fill in the gap with the appropriate word: Do you know …….. definition of science?
a) of
b) an
c) the ☑
d) a
৭৫. ‘I was ordered by him’—write in active voice
a) I am ordered by him
b) He ordered me ☑
c) He will order me
d) He will be ordered by me
৭৬. Fill in the gap with the appropriate word: Face your fears ….. courage.
a) in
b) with ☑
c) that
d) of
৭৭. Identify the verb from the following-
a) With
b) Alas
c) Advise ☑
d) Knowledge
৭৮. Translate into English: ‘‘সূর্য পূর্ব দিকে উদিত হয়’’
a) Sun rise in east
b) The sun rises in the east ☑
c) There is a sun in the east
d) The sun in the east
৭৯. Which one of the following is preposition?
a) Into ☑
b) Is
c) Bad
d) Book
৮০. Fill in the gap with the appropriate word: He does not care …… anybody.
a) with
b) of ☑
c) to
d) for
৮১. Example of passive voice is-
a) He will help me
b) I had written the letter
c) Let the work be done by me ☑
d) He killed a snake
৮২. ‘They live ……… the Park Street.’ Appropriate preposition in the gap is-
a) on ☑
b) under
c) at
d) in
৮৩. Fill in the gap with appropriate word: The cow lives ……. grass.
a) on ☑
b) for
c) with
d) in
৮৪. Which one of the following is adjective-
a) Dhaka
b) He
c) Beautiful ☑
d) Playing
৮৫. Which of the following is interrogative pronoun?
a) They
b) One
c) We
d) Who ☑
বাংলা
৮৬. ‘উভয় সঙ্কট’এর সমার্থক বাগধারা কোনটি?
a) খণ্ড প্রলয় ☑
b) শঁখের করাত
c) গোঁফ খেজুরে
d) শাপে বর
৮৭. ‘পালের গোদা’বাগধারাটির অর্থ কি?
a) দলপতি ☑
b) অহিনকুল
c) শ্রমবিমুখ
d) অতিবুদ্ধি
৮৮. ‘নাবিক’শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) নৈ + ইক
b) নৌ + ইক ☑
c) নো + ইক
d) নে + ইক
৮৯. নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়?
a) শিক্ষিত ☑
b) শিক্ষক
c) সধবা
d) ঢাকী
৯০. ‘দীর্ঘজীবী হও’- এটি কোন প্রকারের বাক্য?
a) বিস্ময়সূচক
b) ইচ্ছাসূচক ☑
c) প্রশ্নসূচক
d) আদেশবাচক
৯১. কোনটি ভাববাচ্যের উদাহরণ?
a) বিদ্বান সকলের দ্বারা আদৃত হন
b) আমি যাব না
c) কাজটা ভাল দেখায় না
d) আমার যাওয়া হবে না ☑
৯২. ‘টাকমাথা’শব্দটির ব্যাসবাক্য কোনটি?
a) টাক ও মাথা
b) মাথা যে টাক
c) টাকের ন্যায় মাথা
d) টাক যে মাথা ☑
৯৩. কোন বানানটি সঠিক?
a) মুমূর্ষু ☑
b) মুমুর্ষ
c) মুমুর্ষু
d) মমুর্ষূ
৯৪. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
a) কমা
b) কোলন
c) লোপচিহ্ন
d) হাইফেন ☑
৯৫. ‘নশ্বর’- এর বিপরীত শব্দ কোনটি?
a) অবিনশ্বর ☑
b) অস্থায়ী
c) ক্ষণস্থায়ী
d) অনশ্বর
৯৬. নিচের কোনটি মৌলিক ধাতু?
a) ঘুমা
b) পড় ☑
c) দেখা
d) হারা
৯৭. ‘তুমি এ ব্যাপারে আর মাথা ঘামিও না’এখানে ‘মাথা ঘামানো’- কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
a) দায়িত্ব গ্রহণ
b) আগ্রহ
c) অশান্তি
d) ভাবনা করা ☑
৯৮. ‘আমি দেখেছি’- বাক্যে ক্রিয়া কোন কালের?
a) পুরাঘটিত অতীত
b) পুরাঘটিত বর্তমান
c) সাধারণ বর্তমান ☑
d) সাধারণ অতীত
৯৯. সূর্য এর সমার্থক শব্দ কোনটি?
a) সবিতা ☑
b) ভুজ
c) শৈল
d) ফনী
১০০. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
a) শব্দের পূর্বে
b) শব্দের মধ্যে ☑
c) বাক্যের শেষে
d) শব্দের পরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *