IHT MATS Admission Test Result Published

আইএইচটি ইন্সটিটিউট সমূহের ১ম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদের তালিকা ।নাম্বার সহ রেজাল্ট ২-৩ দিনের মধ্যে ওয়েবসাইটে আপডেট করা হবে ।সেখানে কোন প্রতিষ্ঠানে কততম ওয়েটিং সেটা দেখা যাবে । ১ম ধাপে ভর্তি শেষ হলে ওয়েটিং লিস্ট এর রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।মোট ৩ টা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে।

নাম্বার সহ রেজাল্ট এবং ওয়েটিং লিস্ট পেতে নিচের PDF Download করুন

নিচের ছবিতে ক্লিক করুন

IHT MATS Admission Result 2025

Download IHT MATS Result PDF

ম্যাটস ইন্সটিটিউট সমূহের ১ম মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের তালিকা ।নাম্বার সহ রেজাল্ট ২-৩ দিনের মধ্যে ওয়েবসাইটে আপডেট করা হবে ।সেখানে কোন প্রতিষ্ঠানে কততম ওয়েটিং সেটা দেখা যাবে । ১ম ধাপে ভর্তি শেষ হলে ওয়েটিং লিস্ট এর রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।মোট ৩ টা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে।

IHT MATS Admission Test Result

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
www.dgme.gov.bd

স্মারক নং- ৫৯.১৪.০০০০.১০৩.০৪.০০১.২৪.২০৮৪
তারিখ: ২৪/১০/২০২৪ খ্রি.

আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬ খ্রি.

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটসসমূহে ভর্তি পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য গত ২৪/১০/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জাতীয় মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২৭/১০/২০২৫ খ্রি. তারিখ হতে শুরু হয়ে ০৮/১১/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের পছন্দকৃত প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে তার ভর্তি সুযোগ বাতিল বলে গণ্য হবে।

ভর্তি সংক্রান্ত নির্দেশাবলী নিম্নরূপভাবে প্রদান করা হলো:

১. নির্বাচিত প্রার্থীদের আইএইচটি/ম্যাটসে ভর্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী ভর্তি হতে হবে।
২. ভর্তি প্রার্থীর অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৩. ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হবে।
৪. স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় অথবা প্রধান প্রভাষক/প্রধান কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক সনদপত্র জমা দিতে হবে।
৫. ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি এর মধ্যে ১ কপি সত্যায়িত এবং ৫ কপি সত্যায়িত ছাড়া
৬. ভর্তি কার্যক্রমে কোনো জাল দলিল বা মিথ্যা তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. ভর্তি প্রক্রিয়া শেষে অবশিষ্ট আসনসমূহের শূন্য পদ পূরণের জন্য মেধা তালিকার অপেক্ষমান প্রার্থীদের ভর্তি করা হবে।
৮. ভর্তি সংক্রান্ত কার্যক্রমে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, গার্ডিয়ান প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদান করা হলো।

(স্বাক্ষরিত)
ডাঃ মোঃ তৌফিকুল আলম খান
পরিচালক (চিকিৎসা শিক্ষা)
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ফোন: ৮৮১৩৮০০
Email: medicaledu313@gmail.com
তারিখ: ২৫/১০/২০৫ খ্রি.



অনুলিপি অবগতির জন্য প্রেরণ করা হলো (নির্ধারিত প্রাপকদের নাম):

১. সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২. সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩. মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
৪. সংশ্লিষ্ট সকল আইএইচটি/ম্যাটসের অধ্যক্ষ/প্রধান, ভর্তি সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ।

IHT MATS Admission Test Result 2025

IHT MATS 1st Waiting List Result

IHT MATS 2nd Waiting List Result

IHT MATS 3rd Waiting List Result

52 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *