স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্ত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক নিয়ন্ত্রিত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ভর্তি পরীক্ষা ২০২৫ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য
IHT আইএইচটি সংক্ষিপ্ত পরিচিতি (ডিপ্লোমা)
- মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ (ডিপ্লোমা)
- IHT এর পূর্ণরূপ- Institute of Health Technology
- Medical Technologist- MT
- কোর্সের মেয়াদ -৪ বছর
- ২৩টি IHT তে মোট আসন সংখ্যা: ৩৬১৯ টি
- মোট বেসরকারী আইএইচটি-৩০ টি
মেডিকেল টেকনোলজিস্ট কি ?
একজন মেডিকেল টেকনোলজিস্ট রোগীর দেহের টিস্যু, রক্ত ও তরল পরীক্ষার মাধ্যমে রোগের ধরন ও কারণ বের করতে সাহায্য করেন এবং ঔষধ বিতরণ,সংরক্ষন,মাত্রা ও মান নিয়ন্ত্রন,বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় সহ রোগীকে বিভিন্ন এক্স-রে এবং থেরাপি দিয়ে থাকেন।
আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার মানবন্টন
- ইংরেজি – ১৫
- গনিত – ১৫
- পদার্থ বিজ্ঞান – ১৫
- রসায়ন – ১৫
- জীববিজ্ঞান – ১৫
- বাংলা -১৫
- সাধারণ জ্ঞান – ১০
- মোট – ১০০
- বি:দ্র: ম্যাটস এবং আইএইচটি ভর্তি পরীক্ষা একই দিনে, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়।
আইএইচটি ম্যাটস ভর্তি যোগ্যতা
- বাংলাদেশের যেকোন শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সহ নূন্যতম GPA ২.৫০ পেয়ে উত্তীর্ন হতে হবে। জীববিজ্ঞান চতুর্থ বিষয় হলেও কমপক্ষে পাশ নম্বর থাকতে হবে।
- পাশের সন – প্রার্থীকে ২০২১,২০২২,২০২৩,২০২৪,২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার প্রার্থী মূল্যায়ন
- SSC (সমমান) এর GPA এবং প্রার্থীর MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হবে।
- SSC/ সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুনিতক = ১০০ নম্বর
- MCQ পদ্ধতিতে পরীক্ষা = ১০০ নম্বর; মোট নম্বর = ২০০ নম্বর।
আইএইচটি অনুষদ এর সংক্ষিপ্ত অনুষদ পরিচিতি
১.ল্যাবরেটরী মেডিসিন- রোগ সঠিক ভাবে নির্ণয়ের জন্য ল্যাবরেটরী বা প্যাথলজি টেকনোলজিস্টগণ রক্ত,মলমূত্র,থুথু,কফ প্রভৃতির নমুনা সংগ্রহ সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের পরীক্ষা করে থাকেন।
২.ফার্মেসী- ফার্মাসিস্টগণ (বি-গ্রেড) সাধারণত ঔষধ উৎপাদন বিতরণ, সংরক্ষণ, ব্যাবহার বিধি,মাত্রা ও মান নিয়ন্ত্রন,গুনাগুন ইত্যাদি সম্পর্কে কাজ করে থাকেন।
৩.রেডিওলজি এন্ড ইমেজিং-আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রেডিওলজিস্টগণ বিভিন্ন হাসপাতালে ও ডায়াগনিস্টিক সেন্টারে এক্স-রে,ইসিজি, সিটি স্ক্যান ,ডেন্টাল এক্স-রে,এমআরআই সহ বিভিন্ন পরীক্ষা করে থাকেন।
৪.ডেন্টাল- একজন ডেন্টাল টেকনোলজিস্ট দাঁত ও মুখের ছোট ও রোগ ভেদে বড় রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এরা দাঁত তোলা, বাঁধা, দাঁত স্কেলিং ও ফিলিং সহ মুখের বিভিন্ন চিকিৎসা প্রদান করে থাকেন।
৫.ফিজিওথেরাপী- ফিজিওথেরাপি টেকনোলগিস্টগণ দূর্ঘটনা কবলিত,শারীরিকভাবে অক্ষম এবং প্যারালাইসিস রোগীদের বিশেষ ধরণের থেরাপী প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
৬.রেডিওথেরাপী- ক্যান্সার আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য রেডিওথেরাপী টেকনোলজিস্টগ্ণ লিনার এক্স-রে, স্টিমুলেটর,কোভাল্ট প্রভৃতি অত্যাধুনিক মেশিনের সাহায্যে বিশেষ ধরণের থেরাপী দিয়ে থাকেন।
৭.ওটিএ (OTA – Operation Theature Assistant)- অপারেশন থিয়েটারে ডাক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা এবং অপারেশনে ব্যবহৃত ওটি টেবিল, ওটি লাইট, ডায়থার্মি, এন্ডোস্কোপ, লেজার, সি-আর্ম, মাইক্রোস্কোপ ইত্যাদি পরিচালনা করা। অস্ত্রোপচার পদ্ধতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সহায়তা করা।রোগীর বিভিন্ন তথ্য সংরক্ষন করা।
৮.আইসিএ (ICA – Intensive Care Unit)- আইসিএ টেকনোলজিস্টগণ নিবিড় পরিচরর্যা ইউনিটের সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ওষুধ ব্যবহার, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন। নমুনা পরীক্ষা করা, রেকর্ড বজায় রাখা এবং পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেওয়া সহ যেকোনো জরুরি চিকিৎসা পরিস্থিতি পরিচালনায় সহায়তা করে ।
আইএইচটি পাশ করে সরকারী পর্যায়ে কর্মক্ষেত্রের সুযোগ –
একজন টেকনোলজিস্ট বিভিন্ন ক্লিনিক ,মেডিকেল কলেজ, স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে জেলা সদর হাসপাতালে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,নার্সিং ইন্সটিটিউট,ম্যাটস ইন্সটিটিউট ,বিভিন্ন সরকারী প্রশিক্ষন কেন্দ্রে চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে বিভিন্ন পদে যোগদান করতে পারেন। শিক্ষক, প্রশিক্ষক এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে বিভিন্ন সরকারী আইএইচটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ রয়েছে।
আইএইচটি পাশ করে বেসরকারি পর্যায়ে কর্মক্ষেত্রের সুযোগ যেমন-
বেসরকারী মেডিকেল কলেজ ,বেসরকারি হাসপাতাল, বেসরকারি ক্লিনিক, ম্যাটস ইন্সটিটিউট, নার্সিং ইন্সটিটিউট ও কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ, বিভিন্ন এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন বেসরকারি চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র , এছাড়াও নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে চিকিৎসা সেবা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
ম্যাটস সংক্ষিপ্ত পরিচিতি
- MATS পূর্ণরূপ – Medical Assistant Training School
- ম্যাটস- মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল
- SACMO- Sub Assistant Community Medical Office (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)
- DMF-Diploma in Medcial Faculty.
- মোট সরকারী প্রতিষ্ঠান-১৬ টি এবং আসন সংখ্যা ১০৩২ টি
- মোট বেসরকারী প্রতিষ্ঠান-১১৬ টি
ম্যাটস – Medical Assistant Training School (MATS) হল এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে। অনুমোদনের পরে সব ম্যাটস্ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ((The State Medical Faculty of Bangladesh) এর মাধ্যমে পরিচালিত হয়। অনুষদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় এবং অনুষদের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়।
DMF– Diploma in Medical Faculty ম্যাটস্ প্রতিষ্ঠানে পরিচালিত একটি কোর্সের নাম। এই কোর্সের মেয়াদ বর্তমানে ৪ বছর। সরকার অনুমোদিত পাঠ্যক্রম সম্পন্ন করে যারা উত্তীর্ণ হন তাদেরকে (Diploma in Medical Faculty ) ডিগ্রি দেয়া হয়। ডিগ্রি গ্রহণ করে এসব চিকিৎসক-গণ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত হয়ে চাকুরী বা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস কাজ করতে পারেন।
সরকারী পর্যায়ে কর্মক্ষেত্রের সুযোগ
ডিপ্লোমা চিকিৎসক হিসেবে এরা সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে প্রাইমারী, ক্ষেত্র বিশেষ সেকেন্ডারি, টার্শিয়ারি স্বাস্থ্য সেবা কেন্দ্র সমূহ (যেমন; ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা-জেনারেল/ সদর হাসপাতাল (প্রেষণে), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে এবং নিয়োজিত হয়ে আন্তরিকতার সাথে এদেশের জনগণকে চিকিৎসা সেবা দিয়ে থাকে।ম্যাটস থেকে পাশ করার পর এরা সরকারি ভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত থেকে চিকিৎসা দিয়ে থাকেন বিএমডিসি কর্তৃক অনুমোদিত বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।তারা প্রসূতি-মা ও নব-জাতক শিশুর সেবাসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।
বেসরকারী পর্যায়ে কর্মক্ষেত্রের সুযোগ
বেসরকারি হাসপাতাল ,ক্লিনিক, এনজিও, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বেসরকারি চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে
বাংলাদেশে ম্যাটস ইন্সটিটিউট কতগুলো ? ম্যাটস এ আসন সংখ্যা কতো ?
ম্যাটস | মেধা ভিত্তিক | বিভাগীয় আসন | পার্বত্য উপজাতি | মুক্তিযোদ্ধা | মোট আসন |
68 | 75 | 1 | 8 | 152 | |
Khustia MATS | 46 | 50 | 1 | 5 | 102 |
Noakhali MATS | 46 | 50 | 1 | 5 | 102 |
Sirajganj MATS | 46 | 50 | 1 | 5 | 102 |
Tangail MATS | 46 | 50 | 1 | 5 | 102 |
Cumilla MATS | 23 | 25 | 1 | 3 | 52 |
Faridpur MATS | 23 | 25 | 1 | 3 | 52 |
Jhenaidah MATS | 23 | 25 | 1 | 3 | 52 |
Tungipara MATS | 23 | 25 | 1 | 3 | 52 |
Naogaon MATS | 23 | 25 | 1 | 3 | 52 |
Manikganj MATS | 14 | 15 | 1 | 2 | 32 |
Gazipur MATS | 14 | 15 | 1 | 2 | 32 |
Gazipur MATS | 14 | 15 | 1 | 2 | 32 |
Rajbari MATS | 14 | 15 | 1 | 2 | 32 |
Madaripur MATS | 14 | 15 | 1 | 2 | 32 |
Kazipur, Sirajganj MATS | 14 | 15 | 1 | 2 | 32 |
Total Seat | 1032 |
বাংলাদেশে আইএইচটিত ইন্সটিটিউট কত গুলো ? আইএইচটিতে কি কি ডিপার্টমেন্ট রয়েছে ? আইএইচটিতে মোট আসন আসন সংখ্যা ?
IHT | Labor atory | Radiog raphy | Physio therapy | Dentis try | Pharm acy | Radio therapy | OTA | ICA | FF Qouta | Tribal | Total |
Dhaka | 48 | 48 | 48 | 47 | 47 | 20 | 25 | 25 | 17 | 2 | 327 |
Rajshahi | 48 | 48 | 48 | 48 | 47 | 20 | 0 | 0 | 14 | 2 | 277 |
Bogura | 60 | 53 | 48 | 53 | 55 | 20 | 0 | 0 | 16 | 2 | 307 |
Chattogram | 48 | 48 | 48 | 48 | 49 | 20 | 0 | 0 | 14 | 2 | 277 |
Barishal | 48 | 48 | 48 | 48 | 49 | 20 | 0 | 0 | 14 | 2 | 277 |
Rangpur | 48 | 48 | 48 | 48 | 49 | 20 | 0 | 0 | 14 | 2 | 277 |
Jhenaidah | 48 | 48 | 48 | 48 | 49 | 20 | 0 | 0 | 14 | 2 | 277 |
Sylhet | 48 | 48 | 48 | 49 | 49 | 0 | 0 | 0 | 13 | 2 | 257 |
Sirajganj | 48 | 0 | 0 | 0 | 48 | 0 | 0 | 0 | 6 | 1 | 103 |
Satkhira | 48 | 48 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 6 | 1 | 103 |
Jamalpur | 48 | 8 | 0 | 48 | 49 | 0 | 0 | 0 | 11 | 2 | 206 |
Tungipara, Gopalganj | 48 | 0 | 0 | 0 | 48 | 0 | 0 | 0 | 6 | 1 | 103 |
Gazipur | 48 | 0 | 0 | 0 | 48 | 0 | 0 | 0 | 6 | 1 | 103 |
Kashiani, Gopalganj | 48 | 0 | 0 | 0 | 48 | 0 | 0 | 0 | 6 | 1 | 103 |
Joipurhat | 48 | 0 | 0 | 0 | 48 | 0 | 0 | 0 | 6 | 1 | 103 |
Madaripur | 48 | 48 | 0 | 0 | 49 | 0 | 0 | 0 | 8 | 2 | 155 |
Manikganj | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 |
Munshiganj | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 |
Noakhali | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 |
Naogaon | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 |
Kurigram | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 |
Mymensingh | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 |
Shibchor, Madaripur | 24 | 24 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 1 | 52 | |
Total | 3619 |
আইএচটি ম্যাটস ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হয় ?
IHT | Code | MATS | Code |
Dhaka IHT | 81 | Bagerhat | 91 |
Rajshahi IHT | 82 | Kushtia | 92 |
Bogura IHT | 83 | Noakhali | 93 |
Chattogram IHT | 84 | Sirajganj | 94 |
Barishal IHT | 85 | Tangail | 95 |
Rangpur IHT | 86 | Cumilla | 96 |
Jhenaidah IHT | 87 | Faridpur | 97 |
Sylhet IHT | 88 |
আইএইচটি ম্যাটস নিয়ে কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন – আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার আবেদন ফি কত ?
উঃ আবেদন ফি- ৭০০ টাকা
প্রশ্ন – আবেদন কিভাবে করতে হবে ?
উঃ আবেদন dgme.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে ।
প্রশ্ন – সাবজেক্ট এবং প্রতিষ্ঠান কিভাবে চয়েজ দিতে হবে ?
উঃ প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের সব ডিপার্টমেন্ট চয়েজ দিতে হবে। পছন্দের কলেজ এবং সাবজেক্ট ১ম দিকে চয়েজ দিতে হবে ।
প্রশ্ন- ভর্তি পরীক্ষায় কি ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যাবে ? নেগেটিভ মার্কিং আ্ছে ?
প্রশ্ন – ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে ?
উঃ আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে না ।
প্রশ্ন- র্ভতি পরীক্ষায় চান্স পাওয়ার পর মাইগ্রেশন করা যাবে ?
উঃ আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর কোন ভাবেই সাবজেক্ট এবং কলেজ পরিবর্তন করা যাবে না প্রশ্ন – আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষায় পাশ মার্ক কতো ?
উঃ আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষায় পাশ মার্ক ২৫ । তবে পরীক্ষায় অংশগ্রহণ করলে সবাইকে পাশ করিয়ে দেয় ।
প্রশ্ন – বেসরকারী আইএইচটি ম্যাটস এ পড়তে হলে কি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে ?
উঃ বেসরকারী আইএইচটি ম্যাটস এ পড়তে হলে অবশ্যই ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে ।
প্রশ্ন – আইএইচটি ম্যাটস এ মোট কত হাজার শিক্ষার্থী আবেদন করে ?
উঃ আইএইচটিতে সাধারনত ১৫ হাজার এর মত শিক্ষার্থী আবেদন করে।
প্রশ্ন – আইএইচটি ম্যাটস এ পড়াশোনার খরচ কেমন ?
উঃ সরকারী আএইচটি ম্যাটস এ ৪ বছরে ৫০ হাজার টাকা মতো লাগে এবং বেসরকারী আইএইচটি ম্যাটস এ ১ লাখ ৫০ হাজার থেকে শুরু করে ২ লাখ ২০ এর মতো খরচ হয় ।
প্রশ্ন – সরকারী আইএইচটি ম্যাটস তে হোস্টেল আছে ?
উঃ সরকারী আইএইচটি ম্যাটস এ হোস্টেল ব্যাবস্থা আছে ।
IIHT MATS Admission Circular 2025
আইএইচটি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
আইএইচটি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি কবে দিবে ?
আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার রেজাল্ট
আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট রেজাল্ট