IHT MATS Question Solve 2025
ম্যাটস আইএইচটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫-২৬
IHT MATS Admission Test 2025
Question Solve
1. What is the synonym of “Inspire”
a)Fight
b)Strike
c)Motivate ✔
d)Struggle
2. “হাট-বাজার”শব্দটি কোন সমাস ?
a)বহুব্রীহি
b)তৎপুরুষ
c)কর্মধারয়
d) দ্বন্দ্ব সমাস ✔
3. নিচের কোনটি ভারী ধাতু ?
a) আর্সেনিক ✔
b) ক্যালসিয়াম
c) পটাশিয়াম
d) সোডিয়াম
4. 100 এর বর্গমূল কত ?
a)9
b)12
c)15
d)10 ✔
5. খাবার সোডার সংকেত কি
a) NaOCl
b) NaHCO3 ✔
c)Na2CO3
d) H2CO3
6. পানিশূন্য কপার সালফেটের বর্ণ কেমন ?
a) সাদা ✔
b) লাল
c) বাদামী
d) নীল
7. “সে” শব্দটি কোন পুরুষবাচক সর্বনাম হিসেবে ব্যাবহার হয় –
a) তৃতীয়
b) দ্বিতীয়
c) চতুর্থ
d) প্রথম ✔
প্রথম পুরুষ বা নাম পুরুষঃ কারো সম্বন্ধে কিছু বলতে হলে তাকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে। যেমন – সে, তিনি, তারা, তাঁরা, ও, উনি, ওরা, ওঁরা, ইনি
8. কোনটি সাধারণ তাপমাত্রায় তরল –
a) পারদ ✔
b) আয়োডিন
c) নাইট্রোজেন
d) প্রোপেন
9. ফাইটোহরমোন একটি
a) উদ্ভিদ এনজাইম
b) উদ্ভিদ হরমোন ✔
c) উদ্ভিদের সালোকসংশ্লেষ্ণের ব্যবহৃত রাসায়নিক পদার্থ
d) উদ্ভিদের বৃদ্ধি সহায়ক খনিজ পদার্থ
10. “বিশ্ব স্বাস্থ্য দিবস” পালন করা হয়
a) ৫ জুলাই
b) ৭ এপ্রিল ✔
c) ২১ মার্চ
d) ২১ এপ্রিল
11. কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয় ?
a) দুর্বল নিউক্লিয় বল ✔
b) মহাকর্ষ বল
c) সবল নিউক্লিয় বল
d) চৌম্বক বল
12. Which one is correct spelling –
a) Exccessive
b) Exceesive
c) Exccessive
d) Excessive ✔
13. কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ ,থকথকে জেলির মতো বস্তু থাকে কি বলে ?
a) গলজি বডি
b) সাইটোপ্লাজম
c) কোষজিল্লি
d) প্রোটোপ্লাজম ✔
14. ত্রিভুজের ক্ষেত্রফল =
a) ভূমি+উচ্চতা
b) ভূমি/উচ্চতা
c) ভূমি ⨯উচ্চতা
d) ১/২ ⨯ (ভূমি ⨯উচ্চতা) ✔
15. বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ কি ?
a) বিদ্যা+আলয় ✔
b) বিদ্য+আলয়
c) বিদ্য+লয়
d) বিদ্যা+লয়
16. সাবান উৎপাদনকালে উপজাত হিসেবে কোনটি পাওয়া যায় ?
a) ভিনেগার
b) ডিটারজেন্ট
c) গ্লিসারিন ✔
d)ফ্যাটি এসিড
17. কিসের অভাবে গলগন্ড রোগ ?
a) ভিটামিন এ
b) আয়োডিন ✔
c) আয়রন
d) ভিটামিন ডি
18. “সে খুব ভালো ছাত্র” বাক্য “ভালো” কোন পদ ?
a) বিশেষণ ✔
b) সর্বনাম
c) বিশেষ্য
d) ক্রিয়া
19. আয়তাকার ঘনবস্তুতে কয়টি তল থাকে ?
a) ৭
b) ৮
c) ৪
d) ৬ ✔
20. “উদ্যম ও পরিশ্রম” প্রবন্ধটি কে লিখেছেন ?
a) রোকেয়া সাখাওয়াত হোসেন
b) শরৎচন্দ্র চট্টোপাধায়
c) ড.মুহাম্মদ শহিদুল্লাহ
d) মোহাম্মদ লুৎফর রহমান ✔
21. “ চোখের মণি “ বাগধারাটিত অর্থ কি ?
a) প্রিয় ব্যাক্তি ✔
b) দৃষ্টিশক্তি
c) অপ্রিয় ব্যাক্তি
d) অক্ষর
22. ১ ন্যানোমিটার সমান কত মিটার ?
a) ১০-১ মিটার
b) ১০-৬ মিটার
c) ১০ মিটার
d) ১০-৯ মিটার ✔
23. শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অনু ATP তৈরি হয় ?
a) ৮ টি
b) ৪ টি ✔
c) ৬ টি
d) ১৬ টি
24. কোনটি প্রাকৃতিক পলিমার ?
a) রাবার ✔
b) নাইলন
c) পিভিসি
d) পলিথিন
25. Complete the sentence .FIve years _______ since I met you.
a) have been passed
b) passed
c) have passed ✔
d) had passed
26. বাতাসের প্রবাহকে কাজে লাগানো হয় কোন বাদ্যযন্ত্রকে ?
a) ঢোল
b) বেহাল
c) সেতারা
d) হারমোনিয়াম ✔
27. বাংলাদেশের পার্লামেন্টের নাম –
a) কংগ্রেস
b) ডায়োট
c) জাতীয় সংসদ ✔
d) জাতীয় পরিষদ
28. দশমিক ভগ্নাংশ কত প্রকার ?
a) ২
b) ৫
c) ৪
d) ৩ ✔
Note – দশমিক ভগ্নাংশ প্রধানত তিন প্রকার: সসীম (সসীম), অসীম আবৃত এবং অসীম অনাবৃত।
29. যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে ফিরে আসে তাকে কি বলে ?
a) শিরা ✔
b) মহা ধমনি
c) ধমনি
d) কৈশিক জালিকা
30. কোষের কোন অংশে বংশগতির বৈশিষ্ট নিহিত থাকে ?
a) মাইটোকন্ড্রিয়া
b) নিউক্লিয়াস ✔
c) রাইবোজোম
d) সেন্ট্রোজোম
31. ১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা
a) ৫
b) ২
c) ৩
d) ৪ ✔
32. পর্যায় সারনিতে P ব্লক এর মৌলের সংখ্যা কতটি ?
a) 24
b) 14
c) 36 ✔
d) 30
33. মৌলিক সংখ্যার উদাহরণ
a) ২ ✔
b) ৪
c) ১৬
d) ৬
34. “Fed” is the past form of –
a) Feel
b) Fade
c) Feed ✔
d) Find
35. মানবদেহে ক্রোমোজোম এর সংখ্যা কয়টি ?
a) ২২
b) ৪৪
c) ২৩
d) ৪৬ ✔
36. সার্কের সদস্য দেশ কয়টি ?
a) ৫
b) ৬
c) ৭
d) ৮ ✔
37. উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
a) ফুল ✔
b) মূল
c) পাতা
d) কান্ড
38. নিচের কোনটি চার্জ নিরপেক্ষ ?
a) প্রোটন
b) ইলেক্ট্রন
c) আলফা কণা
d) নিউট্রন ✔
39. (sinθ)2+(cosθ)2= ?
a) 2
b) 4
c) 3
d) 1 ✔
40. কপারের সাথে কোন ধাতু মিশ্রিত করে ব্রোঞ্জ তৈরী করা হয় ?
a) টিন ✔
b) লোহা
c) ক্রোমিয়াম
d) রুপা
41. নিচের কোনটি পায়ের অস্থি ?
a) হিউমেরাস
b) ফিমার ✔
c) আলনা
d) করোটিকা
42. চক ও বোর্ডের অণুর আকর্ষণ বল হল –
a) অভিকর্ষ বল
b) সান্দ্র বল
c) কেন্দ্রমুখী বল
d) আসঞ্জন বল ✔
43. বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত ?
a) নাটোর
b) দিনাজপুর ✔
c) রংপুর
d) রাজশাহী
44. a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা
a) b2
b) a2
c) a2+1 ✔
d) b2+2
45. নিচের কোনটির ঘনত্ব বেশি ?
a) পারদ
b) পানি
c) বাতাস
d) সোনা ✔
46. নিচের কোনটি সমুদ্র এর সমার্থক ?
a) তটিনী
b) প্রবাহিনী
c) কল্লোলিনী
d) বারিধি ✔
47. ap⨯aq=?
a) ap+aq
b) ap-q
c) apq
d) ap+q ✔
48. “তুমি কোথায় যাচ্ছো” বাক্যে “যাচ্ছো” কোন কাল ?
a) ভবিষ্যৎ
b) অনির্দিষ্ট
c) বর্তমান ✔
d) অতীত
49. ১২,১৩,১৪,১৫,১৬ এর গড় কত ?
a) ১৩
b) ১৪ ✔
c) ১২
d) ১৫
50. ধানের বৈজ্ঞানিক নাম কি ?
a) Magnifera Indica
b) Apis Indica
c) Oryza Sativa ✔
d) Homo Sapiens
51. নিচের কোনটি ১ম শ্রেণীর খাদক ?
a) ঘাস ফড়িং ✔
b) সাপ
c) ব্যাঙ
d) মানুষ
52. The antonym of word “Transparent”
a) Opaque ✔
b) Clean
c) Crystalline
d) Lucid
53. “অ” কোন ধরনের উপসর্গ –
a) তৎসম
b) সংস্কৃত
c) বিদেশি
d) দেশি ✔
54. আন্তর্জাতি শ্রম সংস্থা এর সংক্ষিপ্ত রূপ –
a) PAO
b) ICC
c) IMF
d) ILO ✔
55. ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত –
a) ইউরোপ
b) আফ্রিকা
c) দক্ষিন আমেরিকা
d) এশিয়া
56. “চৌহদ্দি” শব্দের অর্থ কি ?
a) চার কোনা
b) সীমানা ✔
c) চালাক
d) চৌরাস্তা
57. Superlative degree of the word “Brave” is –
a) Bravery
b) Brave
c) Bravest ✔
d) Braven
58. He is ____ M.A.
a) an ✔
b) a
c) the
d) of
59. মানবদেহের দুধ দাঁতের সংখ্যা কত ?
a) ১৬
b) ২০ ✔
c) ২৮
d) ৩২
60. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ?
a) ৫
b) ১০
c) ১৫ ✔
d) ১২
61. যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাস্প দ্বারা সম্পৃক্ত হয় , তাকে বলে –
a) আদ্রতা
b) সম্পৃক্ত বাষ্প চাপ
c) শিশিরাঙ্ক ✔
d) আপেক্ষিক আদ্রতা
62. The phrase “Pass away” means
a) Die ✔
b) Fade
c) Disappear
d) Erase
63. কোন বানানটি শুদ্ধ ?
a) মূর্ধন্য ✔
b) মূর্ধণ
c) মূর্ধণ্য
d)মুর্ধন্য
64. মাইটোসিসের শেষ পর্যায় কোনটি ?
a) অ্যানাফেজ
b) প্রোফেজ
c) টেলোফেজ ✔
d) মেটাফেজ
65.নিচের কোনটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হয় ?
a) আয়না
b) টেলিস্কোপ
c) প্রিজম ✔
d) রিয়ার ভিউ মিরর
66. তরলে নিমজ্জিত মূল উপাদান কোনটি ?
a) বায়ুর চাপের জন্য
b) পৃষ্ঠটানের জন্য
c) উর্ধ্বমুখী বলের জন্য ✔
d) নিম্নমুখী বলের জন্য
67. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি ?
a) হাইড্রোজেন
b) পানি
c) অক্সিজেন
d) হাইড্রোকার্বন ✔
68. 0.6⨯0.5= কত ?
a) 0.03
b) 3
c) 0.3 ✔
d) 30
69. কোন যন্ত্রের সাহায্যে AC কে DC তে রূপান্তর করা যায় ?
a) ট্রানজিস্টর
b) ইনভার্টার
c) ট্রান্সফর্মার
d) রেকটিফায়ার ✔
70. ৫০০ টাকার একটি জামা ১০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত ?
a) ৫০০
b) ৬০০
c) ৫১০
d) ৫৫০ ✔
71. কার্বলিক এসিড কোন শ্রেণীর জৈব যৌগ ?
a) অ্যালকিন
b) অ্যারোমেটিক ✔
c) অ্যালকেন
d) অ্যালিফেটিক
72. কোনটি সমযোজী যৌগ ?
a) HCl ✔
b) MgO
c) Al2O3
d) NaCl
73. বরফের গলনাঙ্ক কত ?
a) 0 ডিগ্রি সেলসিয়াস ✔
b) ৪ ডিগ্রি সেলসিয়াস
c) -২৫৯ ডিগ্রি সেলসিয়াস
d) ১০০ ডিগ্রি সেলসিয়াস
74. নিচের কোনটির অভাবে সালোকসংস্লেষণের পরিমাণ বেশি কমে যায় ?
a) অক্সিজেন
b) ক্লোরোফিল ✔
c) এনজাইম
d) পটাশিয়াম
75. পদ্মা নদী যমুনা নদীর সাথে কোথায় মিলিত হয়েছে ?
a) ভৈরবে
b) গোয়ালন্দে ✔
c) চাঁদপুরে
d) মুন্সিগঞ্জে
76. “আমরা স্কুলে যাই” বাক্যে “স্কুলে” কোন কারক ?
a) সম্প্রদান
b) কর্ম
c) অধিকরণ ✔
d) করণ
77. বাসাবাড়িতে জ্বালানী হিসাবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যাবহার করা হয় ?
a) মিথেন
b) বিউটেন ✔
c) ইথেন
d) হিলিয়াম
78. দীপন তীব্রতার একক কোনটি ?
a) অ্যাম্পিয়ার
b) ক্যান্ডেলা ✔
c) কেলভিন
d) কিলোগ্রাম
79. নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানী হিসেবে ব্যাবহৃত হয় –
a) ক্রিপটন
b) বেরিয়াম
c) জার্মেনিয়াম
d) ইউরেনিয়াম ✔
80. উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হলো –
a) বাস্তব ও সোজা
b) অবাস্তব ও সোজা ✔
c) অবাস্তবও উল্টা
d) বাস্তব ও উল্টা
81. Which one of the following is an example of of Imperative sentence ?
a) If I had the wings of a bird.
b) We should obey our parents
c) The Garden is very beautiful
d) Speak the truth ✔
82. খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন ?
a) বাগদাদ ✔
b) ইরান
c) সিরিয়া
d) দামেস্ক
83. 10 kg ভরের একটি বস্তুর উপর 500 N বল প্রয়োগ করা হলে এর ত্বরণ হবে –
a) 5 ms-2
b) 50 ms-2 ✔
c) 10 ms-2
d) 1 ms-2
84. Rafique said “I write a letter”.The indirect narration of the sentence is –
a) Rafique said that he had written a letter.
b) Rafique said that he wrote a letter ✔
c) Rafique said that he was writing a letter
d) Rafique said that he writes a letter
85. Which one of the following is a singular number ?
a) Hard ticks
b) Mice
c) Mouse ✔
d) Lice
86. মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল –
a) 0.01 sec
b) 0.05 sec
c) 0.1 sec ✔
d) 1 sec
87. “আমরা” শব্দটি কোন বচন ?
a) সমষ্টিবচন
b) একবচন
c) বহুবচন ✔
d) দ্বিবচন
88. Make tag question of the following statement:”The wind blows gentle in the spring
a) isn’t it ?
b) does it ?
c) is it ?
d) has it ?
Note – সঠিক উত্তর –doesn’t it ?
89.অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যাবহৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত হলো –
a) 1:4
b) 2:1
c) 1:1
d) 3:1 ✔
90. ২,৪,৬ ও ৮ এর গ.সা.গু কত ?
a) ৮
b) ২ ✔
c) ৪
d) ৬
91. The word “Tribute” means –
a) Respect ✔
b) Dishonour
c) Loyalty
d) Enmity
92. ফরমালিনে ফরমালডিহাইডের পরিমাণ শতকরা কত ভাগ ?
a) 6%
b) 10%
c) 20%
d) 40% ✔
93. পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয় ?
a) ১৭৫৭ ✔
b) ১৮৫৭
c) ১৬৫৭
d) ১৯৫৭
94. বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা-কে কী বলে ?
a) বৃত্তস্থ কোণ
b) ব্যাসার্ধ
c) ব্যাস ✔
d) পরিধি
95. Which of the following is an example of common gender ?
a) Mare
b) Ewe
c) Cattle ✔
d) Mermaid
96. নিচের কোনটি সংক্রমণে যক্ষ্মা হয়
a) প্রোটোজোয়া
b) ছত্রাক
c) ভাইরাস
d) ব্যাকটেরিয়া ✔
97. বাংলাদেশের জাতীয় পাখি কি ?
a) চড়ুই
b) দোয়েল ✔
c) কোয়েল
d) টিয়া
98. শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে বলা হয় –
a) ঋনাত্নক সংখ্যা
b) ধনাত্নক সংখ্যা ✔
c) অঋনাত্নক সংখ্যা
d) মূলদ সংখ্যা
99. “উপকারীর উপকার স্বীকার করে যে” – এক কথায় প্রকাশ
a) কৃত
b) কৃতজ্ঞ ✔
c) অকৃতজ্ঞ
d) কৃতঘ্ন
100. An example of present perfect tense is –
a) He said that he could finish the work.
b) We have been working for two hours
c) I have done my work ✔
d) You can finish the work

১.বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়- ৭ এপ্রিল।
২.খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন ?
বাগদাদ
৩.গলগন্ড রোগ হয় – আয়োডিনের অভাবে।
৪.পানিশূন্য কপার সালফেটের বর্ণ কোনটি – সাদা
৫.দীপন তীব্রতার একক- ক্যান্ডেলা
৬.বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিউটেন
৭.খাবার সোডার সংকেত – NaHCO3
৮.পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩শে জুন।
৯.নিউট্রন চার্জ নিরপেক্ষ
১০.’অ’ একটি খাঁটি বাংলা উপসর্গ
১১.”আমরা” শব্দটি একটি বহুবচন পদ।
১২.সার্ক-এর সদস্য দেশ হলো ৮টি।
১৩.একটি মানব শিশুর মোট ২০টি দুধ দাঁত থাকে,
১৪.যমুনা এবং পদ্মা নদী রাজবাড়ীর গোয়ালন্দের কাছে মিলিত হয়।
১৫.বরফ সাধারণত ০ ডিগ্রি সেলসিয়াসে (0°C) গলতে শুরু
১৬.জাতীয় পাখির নাম কি- দোয়েল
১৭.এক ন্যানোমিটার সমান – (১০−৯ মি.)
১৮.ইউক্রেন ইউরোপ মহাদেশে অবস্থিত।
১৯.ধান (বৈজ্ঞানিক নাম: Oryza sativa
২০.দশমিক ভগ্নাংশ -৩ প্রকার
২১.মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল – ০১ সেকেন্ড
২২.যক্ষ্মা বা টিবি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়
২৩. সমুদ্রের প্রতিশব্দ – বারিধি
২৪.সাধারণ লবণের সংকেত হলো (NaCl)
২৫.চৌহদ্দি শব্দের অর্থ – সীমানা
২৬. ২, ৪, ৬, ৮ এর গ.সা.গু. – ২
২৭.অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত কত? ৩:১
২৮.মানবদেহে ক্রোমোজোম -৪৬ টি
২৯. Struggle এর সমার্থক শব্দ
৩০.বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ – বিদ্যা+আলয়
৩১.a^p × a^q = a^(p+q)
৩২.বড়পুকুরিয়া কয়লা খনিটি দিনাজপুর জেলার পার্বতীপুর-এ অবস্থিত
৩৩.রান্নার কাজে ব্যবহৃত গ্যাস হলো- বিউটেন
৩৪.১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা হলো ৪ টি – ১১,১৩,১৭,১৯
৩৫.১০০ এর বর্গমূল – ১০
৩৬.০ (শূন্য)-এর চেয়ে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়
৩৭.Sin²θ + Cos²θ = 1
38.ত্রিভুজের ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা
৩৯.প্রথম শ্রেণির খাদক – ঘাস ফড়িং
৪০. What is the synonym of inspire – Motivate
৪১.হাট-বাজার কোন সমাস – দ্বন্দ্ব
৪২.কোনটি ভারী ধাতু – আর্সেনিক
৪৩.”সে” শব্দটি কোন পুরুষবাচক সর্বনাম হিসেবে ব্যাবহার হয় – প্রথম
৪৪. কোনটি সাধারন তাপমাত্রায় তরল- পারদ
৪৫. কোন বলের কারনে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয় – দুর্বল নিয়ক্লিয় বলের কারনে
৪৬.Coreect Spelling – Excessive
৪৭.কোষের ভিতর অর্ধস্বচ্ছ থকথকে জেলি – প্রটোপ্লাজম
৪৮.সাবান উৎপাদনকালে উপজাত হিসেবে পাওয়া যায় – গ্লিসারিন
৪৯. “সে খুব ভালো ছাত্র” এখানে ভালো – বিশেষণ
৫০.আয়তাকার ঘনবস্তুর তল – ৬ টি
৫১.উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটি কে লিখেছেন – মোহাম্মদ লুৎফর রহমান
৫২.চোখের মণি বাগধারাটির অর্থ – প্রিয় ব্যাক্তি
৫৩.শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অনু ATP তৈরী হয় – ৪ অনু
৫৪.কোনটি প্রাকৃতিক পলিমার – রাবার
৫৫.Complete the sentecnce. Five years have passed since I met you.
56.বাতাসের প্রবাহ কাজে লাগানো হয় কোন বাদ্যযন্ত্রে – হারমোনিয়ামে
57.বাংলাদেশের পার্লামেন্টের নাম – জাতীয় সংসদ
৫৮.যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে ফিরে আসে তাকে কি বলে ? শিরা
৫৯. কোষের কোন অংশে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে – নিউক্লিয়াস
৬০.”Fed” is the past form of – Feed
৬১.উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?-ফুল
৬২.কপারের সাথে কোন ধাতু মিশ্রিত করে ব্রোঞ্জ তৈরী হয় – টিন
৬৩.নিচের কোনটি পায়ের অস্থি – ফিমার
৬৪.চক ও বোর্ডের অনুর আকর্ষন বল – আসঞ্জন বল
৬৫.বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত – দিনাজপুর
৬৬.যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলে – শিশিরাঙ্ক
৬৭.The phrase “Pass away” means – Die
৬৮.কোন বানানটি শুদ্ধ – মূর্ধন্য
৬৯। কোন যন্ত্রের সাহাজ্য AC কে DC তে রূপান্তর করা যায় – রেকটিফায়ার
৭০. ৫০০ টাকার একটি জামা ১০ % লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য – ৫৫০
৭১. কার্বলিক এসিড কোন শ্রেণীর জৈব যৌগ – অ্যারোমেটিক
৭২. কোনটি সমযোজী যৌগ – HCl
৭৩.কোনটির অভাবে সালোকসংশ্লেষণ এর পরিমান কমে যায় – ক্লোরোফিল
৭৪.”আমরা স্কুলে যাই ” বাক্য “স্কুলে”কোন কারক – অধিকরণ কারক
৭৫.নিউক্লিয়ার রিএক্টরে জ্বালানি হিসেবে ব্যাবহৃত হয় – ইউরিনিয়াম
৭৬.উত্তল দর্পন দ্বারা গঠিত প্রতিবিম্ব হলো – অবাস্তব ও সোজা
৭৭.Which one of the following is an example of imperative sentence – Speak the truth.
৭৮.10 kg ভরের একটি বস্তুর উপর 500 N বল প্রয়োগ করলে ত্বরন – 50ms-2
৭৯.Rafique said ” I write a letter”. The indirect narration of the sentence is “Rafique said that he wrote a letter.
৮০.Which one of the following is singular number – Mouse
৮১.Make tag question – “The wind blows gentle in the spring” – doesn’t it?
৮২.The word “Tribiute ” means – Respect
৮৩.ফরমালিনে ফরমালডিহাইডের পরিমান শতকরা কত ভাগ ? 4০ %
৮৪. বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যকে কী বলে ?- ব্যাস
৮৫.Common Gender –
৮৬.উপকারীর উপকার করে যে তাকে কৃতজ্ঞ বলে ।
IHT MATS Admission Circular 2025 PublishedSaveIHT MATS Admission Circular 2025 Published



