NITOR Admission Circular 2025 নিটোর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শেরে বাংলা নগর ঢাকায় ২০২৪-
২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপ সহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহবান করা যাইতেছে। উপজাতী প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের
দুইটি আসন সংরক্ষিত থাকিবে, এক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না গেলে আসন দুইটি মেধার ভিত্তিতে পূরণ করা হইবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতাঃ
বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড (কারিগরী শিক্ষা বোর্ড ব্যতিত) অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে
এস এস সি এবং এইচ এস সি অথবা সমমান (শুধুমাত্র মাদ্রাসা বোর্ড) এর পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি সহ উত্তর
পরীক্ষায় মোট জিপিএ ৮(আট) গ্রেড পাইতে হইবে এবং আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৩.৫ থাকিতে হইবে। উপজাতী প্রার্থীদের ক্ষেত্রে মোট
জিপিএ ৭(সাত) পাইতে হইবে এবং আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকিতে হইবে। যে সকল প্রার্থী ২০২২ সালের পূর্বে এস এস সি
২০২৪ সালের পূর্বে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন, তাহাদের আবেদন করার প্রয়োজন নাই।
আবেদন করার নিয়মাবলীঃ
এবং
অনলাইন আবেদন করিতে হইবে। আবেদনের পূর্বে আবেদন ফি ১০০০/- (এক হাজার) টাকা
“COURSE CO ORDINATORPHYSIOTHERAPY” চলতি হিসাব নং – অগ্রণী ব্যাংক পিএলসি,
শাখা, ঢাকা” এর অনুকূলে বাংলাদেশের অগ্রনী ব্যাংকের যে কোন অনলাইন শাখার জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করিতে হইবে। জমা রশিদের
উভয় অংশে প্রার্থীর নাম ও আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বার উল্লেখ করিতে হইবে।
শ্যামলী
অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG), এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb,
JPG) আপলোড করিতে হইবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথ ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করিতে
হইবে।
সময়সীমাঃ
অনলাইন আবেদন শুরু ১৬/০১/২০২৫ ইং আবেদনের শেষ সময়ঃ ২৬/০২/২০২৫ ইং (রাত ১২টা) পর্যন্ত।
প্রবেশপত্র সংগ্রহঃ ২৪/০৪/২০২৫ ইং হইতে ০১/০৫/২০২৫ ইং (রাত ১২টা) পর্যন্ত।
ভর্তি পরীক্ষাঃ ০২/০৫/২০২৫ ইং (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়। সময়কাল ১ ঘন্টা
স্থানঃ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাঁও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ) ও আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়,
ঢাকা।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলীঃ
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪/০৪/২০২৫ ইং হইতে ০১/০৫/২০২৫ ইং (রাত ১২টা) পর্যন্ত ডাউনলোড
করা যাইবে। ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপি সহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হইতে হইবে।
ভর্তি পরীক্ষার নিয়মাবলীঃ
ভিত্তিতে কর্তন
পদার্থ বিজ্ঞান-৩০ নম্বর, রসায়ন- ৩০ নম্বর ও জীববিজ্ঞান-৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান -১০ নম্বর সর্বমোট ১০০ (একশত) নম্বরের
এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হইবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ০১(এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর
হইবে। প্রার্থীদের এসএসসি তে প্রাপ্ত গ্রেভিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ১২ জন করিয়া ও ভর্তি পরীক্ষায়
। নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হইবে। প্রাপ্ত নম্বর সমান হইলে এইচ এস সি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের
ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হইবে।
করা
ভর্তির নিয়মাবলীঃ
প্রাপ্ত
ই ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এস এস সি ও এইচ এস সি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ পত্র, নম্বর পত্র এবং শারিরীক সুস্থতার সনদ (
মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হইবে। অত্র প্রতিষ্ঠানে কোন আবাসিক ব্যবস্থা বিদ্যমান নাই, ছাত্র/ছাত্রীদের নিজেদের ব্যক্তিগত
ব্যবস্থাপনায় থাকা/খাওয়ার ব্যবস্থা এবং কোর্স সমাপান্তে ০১ (এক) বছর ইন্টানীশীপ প্রশীক্ষণ গ্রহন করিতে হইবে। ভর্তি সংক্রান্ত কোন ব্যাপারে
ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার ভাতাদি/টিএডিএ প্রদান করা হইবে না।
প্রয়োজনে যোগাযোগঃ 01737130753

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *